আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

স্পোর্টস রিপোর্টার
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। বিসিবি নির্বাচন থেকে সরে গেলেন তামিম ইকবাল। বুধবার সকালে মিরপুরে বিসিবি কার্যালয়ে এসে তিনি এই নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বিসিবি নির্বাচনকে ঘিরে ক’দিন ধরে চলে আসা সমঝোতা প্রক্রিয়া আগের রাতে ভেস্তে যাওয়ায় তামিম শেষমেষ এই সিদ্ধান্ত নিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে ক্লাব কোটায় পরিচালক পদে ভাগাভাগির সমঝোতা ভেস্তে যাওয়ায় নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের ঘটনা ঘটতে পারে বলে দৈনিক আমার দেশ আগেই জানিয়েছিল। সেই আশঙ্কাই সত্যি হলো।

শুধু তামিম ইকবাল নন, এই নির্বাচন থেকে আরো অনেকেই এখন নিজেদের সরিয়ে নিচ্ছেন। উল্লেখ্য, বিসিবি নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন আজ।

সোম ও মঙ্গলবার রাতে উভয়পক্ষ পরিচালক পদে ভাগাভাগির সমঝোতার বৈঠকে বসে। কিন্তু শেষ পর্যন্ত সেই সমঝোতা হয়নি। এই পরিপ্রেক্ষিতে বিসিবি সাবেক সভাপতি ফারুক আহমেদ বিতর্কিত ১৫ ক্লাবের বিরুদ্ধে আদালতে রিট করেন। ফারুকের সেই রিটের প্রেক্ষিতে আদালত ১৫ ক্লাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ দেন। এই নিদের্শনা বহাল থাকলে ১৫ ক্লাবের কাউন্সিলার এবং নির্বাচনে প্রার্থিতা বড় ধরনের জটিলতায় পড়বে।

এ বিষয়ে বিসিবি নির্বাচন কমিশনার সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন আমার দেশকে স্পষ্ট করে জানান, ‘আমাদের সবাইকে আদালতের নির্দেশনা মেনে চলতে হবে। আমরা কেউ আদালতের নির্দেশনার বাইরে যেতে পারবো না।’

সার্বিক পরিস্থিতি জানাচ্ছিল আদালতের নিষেধাজ্ঞায় বিতর্কিত এই ১৫ ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। ভোটের হিসাবে এই ১৫ ক্লাব বাতিল হয়ে গেলে বিসিবি নির্বাচনে তামিম ইকবাল ও তার প্যানেল একটা বড় শক্তি হারাবে। সবকিছুকে বিবেচনায় নিয়ে তামিম ইকবাল বুধবার রাতেই সিদ্ধান্ত নিয়েছিলেন এই নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।

বুধবার সকালে তিনি সেটাই করলেন। নির্বাচন কমিশন আজ বিকেলের মধ্যে বিসিবি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবেন। ৬ অক্টোবর হবে বিসিবি নির্বাচন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টা মামলাঃ ফয়সালের সহযোগী কবির ৭ দিনের রিমান্ডে

বিজয় দিবসে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা ক্যাম্প

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণে খালেদা জিয়াকে নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের শপথ নেয়ার আহ্বান হেফাজতের

এলাকার খবর
খুঁজুন