Ad T1

আমিরের দৃঢ় বিশ্বাস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে পাকিস্তান ও বাবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৩৫

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে সেরা আট দলের টুর্নামেন্টের। সেখানে ভালো কিছু করবে পাকিস্তান ও বাবর আজম, এমনটাই দৃঢ় বিশ্বাস মোহাম্মদ আমিরের।

ভারতকে হারিয়ে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতে পাকিস্তান। ম্যান ইন গ্রিনদের সে শিরোপা জয়ের অন্যতম কারিগর আমির। ফাইনালে ভারতের ব্যাটিং লাইনে রীতিমতো ধ্বস নামান এই বাঁহাতি পেসার। যদিও আট বছর পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই তিনি।

সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। যেটা মোহাম্মদ রিজওয়ানদের আত্মবিশ্বাসের পালে কিছুটা হলেও ধাক্কা দিয়েছে। অন্যদিকে নিজের চেনা ছন্দে নেই বাবর। ওয়ানডেতে সবশেষ ২১ ইনিংসে সেঞ্চুরি নেই তার। ত্রিদেশীয় সিরিজের ৩ ম্যাচে ব্যাট হাতে করেছেন ৬২ রান। এরপরও নিজেদের মাঠ হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও বাববের প্রতি বড় আশাই করছেন আমির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘আপনারা উদ্বিগ্ন হবেন না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ও বাবর ভালো পারফর্ম করবে ইনশাআল্লাহ। চাইলে আমার কথা লিখে রাখতে পারেন।’

Ad
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত