আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

একুশে পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

একুশে পদক গ্রহণকারীর সংখ্যা নির্ধারণ নিয়ে বিপাকে বাফুফে
সাফজয়ী নারী ফুটবল টিম

একুশে পদক পাচ্ছে সাফজয়ী নারী ফুটবল দল। এই দলটির হয়ে কতজন পদক গ্রহণ করবেন, এই সংখ্যা নির্ধারণ করতে গিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১১ জনের নাম চেয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বাফুফের কাছে চিঠি দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। কিন্তু সাফজয়ী দল ছিল ২৩ জনের। কোচ, কর্মকর্তা মিলে ছিলেন মোট ৩২ জন। তাদের মধ্য থেকে কোন ১১ জনকে একুশে পদক গ্রহণ করতে পাঠাবে বাফুফে? এ নিয়ে খুবই জটিলতার মধ্যে পড়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। কেননা ৩২ জনের তালিকা দিয়েছিল বাফুফে। সেটি কমিয়ে ১১ জনে এনেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বাফুফে নির্বাহী কমিটির সদস্য টিপু সুলতান গত সাফজয়ী দলের প্রধান ছিলেন। তিনি আমার দেশকে বলেন, ‘এ বিষয়টি আসলে দৃষ্টিকটু দেখায়। ফিফা ও এএফসি গাইডলাইন অনুযায়ী খেলোয়াড়, কোচ, অফিসিয়াল মিলে ৩২ জনের কন্টিনজেন্ট থাকে। পুরো কন্টিনজেন্টকেই পুরস্কার দেওয়া উচিত। তা না হলে বিষয়টি সুন্দর দেখায় না।’

তিনি আরো বলেন, ‘আমাদের সভাপতি দেশের বাইরে। সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করছে বিষয়টি নিয়ে। তবে দলের সবাই থাকলে বিষয়টি ভালো হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আশা করি বিষয়টি ভালো ভাবে দেখবেন।’

অন্যদিকে, বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, সাফ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে পুরো কন্টিনজেন্টের অবদান রয়েছে। সবাই কম বেশি অবদান রাখে। সম্মিলিত প্রচেষ্টায় সাফ জিতেছে বাংলাদেশ। তাই নতুন করে ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আবার একুশে পদক গ্রহণকারীর তালিকা সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠায় বাফুফে। এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...