আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোর্ডার-গাভাস্কার ট্রফি: শেষ দুই টেস্টে বাংলাদেশি আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

বোর্ডার-গাভাস্কার ট্রফি: শেষ দুই টেস্টে বাংলাদেশি আম্পায়ার

বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্ট শেষে ১-১ সমতায় আছে অস্ট্রেলিয়া ও ভারত। খুব স্বাভাবিকভাবেই চলমান সিরিজের শেষ ম্যাচ দুটি পাচ্ছে বাড়তি গুরুত্ব। যেখানে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

বিজ্ঞাপন

আগামীকাল শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে সৈকতকে। এরপর সিডনিতে অনুষ্ঠিতব্য পঞ্চম তথা শেষ টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী সৈকত।

২০১০ সালে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক হয় সৈকতের। গত মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান তিনি।

এরপর থেকেই ব্যস্ততা বেড়ে গেছে সৈকতের। চলতি বছর সব সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৯টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন সৈকত। যেখানে ১০ টেস্ট, ৫ ওয়ানডের পাশাপাশি আছে ১৪টি কুড়ি ওভারের ম্যাচ। আন্তর্জাতিক অঙ্গনে আম্পায়ার হিসেবে বেশ সুনাম আছে তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...