সিরিজ বাঁচিয়ে রাখতে চাইলে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জেতার বিকল্প ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের জন্য। এমন সমীকরণে লঙ্কানদের বিপক্ষে চার উইকেটের জয় তুলে নিয়েছে বাংলার মেয়েরা। এর আগে কুড়ি ওভারের প্রথম দুই ম্যাচে টানা জয় পায় শ্রীলঙ্কা।
কলম্বোতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। সমান ২৪ রান করেন সেনেথমা ও হানসিকা। ১৬ রান আসে নানায়াক্কার ব্যাট থেকে। ১৪ রান করেন গিমহানি। ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন সুবহা।
জবাবে দুই বল বাকি থাকতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ৭ রান। সে ওভারে দুই চার মারেন আফিয়া আসিমা ইরা। ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। সর্বোচ্চ ৩৮ রান করেন ফাহমিদা। ২৪ রানের ইনিংস খেলেন সাদিয়া ইসলাম। শ্রীলঙ্কার হয়ে রাশমিকা ও গিমহানি দুটি করে উইকেট নেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


অস্ট্রেলিয়াকে বাংলাদেশের ‘সতর্ক বাণী’