আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে

বাংলাদেশ নারী দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন যারা

স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ নারী দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন যারা

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ নারী দল। এজন্য আজ ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে লাল সবুজের দল।

আগামী ১৪ জানুয়ারি সেন্ট কিটসে পৌঁছাবে বাংলাদেশের মেয়েরা। ১৯, ২১ ও ২৪ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের ম্যাচ ৩টি খেলবে অতিথিরা। সিরিজটি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।

বিজ্ঞাপন

চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন বিশ্বমঞ্চে সরাসরি জায়গা করে নিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ওয়ানডে মিশন শেষে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২ দল।

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য বাংলাদেশ দল: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম ত্রিসনা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, শানজিদা আক্তার, মারুফা আক্তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন