
বিয়েতে কনের সম্মতি নেয়ার সঠিক পদ্ধতি জেনে নিন
ইসলামে বিয়ের পদ্ধতি হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ ইজাব করে বা প্রস্তাব দেয়, আরেক পক্ষ গ্রহণ করে বা কবুল করে এভাবে বিয়ে সম্পন্ন হয়। সাধারণত বিয়ের ইজাব বা প্রস্তাব করা হয় কনেপক্ষের তরফ থেকে আর বর প্রস্তাব কবুল করে।




















