আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় গত ২৪ ঘণ্টায় শীতকালীন ঝড়ে নিহত ১০

আমার দেশ অনলাইন
গাজায় গত ২৪ ঘণ্টায় শীতকালীন ঝড়ে নিহত ১০
ছবি: আল জাজিরা

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যাকায় নতুন বিপর্যয় নিয়ে এসেছে শীতকালীন ঝড় বায়রন। ঝড়ের আঘাতে গাজায় বেশ কয়েকটি ঘরবাড়ি, দেয়াল এবং তাঁবু ধসে পড়েছে। গত ২৪ ঘন্টায় নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। খবর আল জাজিরার।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, উত্তর গাজার বির আন-নাজা এলাকায় ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একটি লাশ এবং দুইজন আহত শিশুকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া, দেইর এল-বালাহয় উদ্ধারকারী দল নুসাইরাত শিবিরের আল-সুওয়ারাহ কবরস্থানের কাছে পানিভর্তি গর্তে আটকে থাকা রেড ক্রিসেন্টের গাড়ি উদ্ধার করেছে।

গাজায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায়, গাজার সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে, ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে ঝড়ের সময় থাকা নিরাপদ নয়।

গাজা সিটি থেকে আল জাজিরার সংবাদিক হানি মাহমুদ জানান, টানা যুদ্ধে বিপর্যস্ত ফিলিস্তিনিদের বিরুপ আবহাওয়ার জন্য প্রস্তুতি ছিল না। বায়রনের প্রভাবে প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে শত শত তাঁবু।

শুক্রবারও বন্যা, ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন কর্মকর্তারা। আল-মাওয়াসির উপকূলরেখায় লাখ লাখ মানুষ বাস করেন। তাদের ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছেন। কোনো এলাকায়, উপকূলের কাছে মাটির কিছু অংশ ধসে পড়েছে, যা তাঁবুগুলোকে হুমকির মুখে ফেলেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় কমপক্ষে ৭০ হাজার ৩৬৯ জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজার ৬৯ জন আহত হয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন