আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ভারতে বাস-ট্রাক সংঘর্ষ, আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্র প্রদেশের নান্দিয়াল জেলায় বাসের সঙ্গে কনটেইনার ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাস ও ট্রাকে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে তিনজন মারা যান। খবর এনডিটিভির।

বাসটি অন্ধ্র প্রদেশের নেলোর থেকে তেলেঙ্গানার হায়দ্রাবাদে যাচ্ছিল। পথে বাসটির ডান পাশের একটি টায়ার হঠাৎ ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি সড়কের ডিভাইডার টপকে বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনার লরির সঙ্গে সজোরে ধাক্কা খায়। লরিটি মোটরসাইকেল বহন করছিল।

বিজ্ঞাপন

সংঘর্ষের পর বাস ও ট্রাক দুটিতেই আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা, বাসের কন্ডাক্টর ও ক্লিনার দ্রুত জানালা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসেন। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বেরিয়ে আসেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একাধিক ফায়ার সার্ভিস ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ততক্ষণে বাস ও ট্রাক দুটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

দুর্ঘটনায় বাসচালক, ট্রাকচালক ও ট্রাকের ক্লিনার গুরুতর আহত হন এবং দগ্ধ অবস্থায় তাদের মৃত্যু হয়। বাসে থাকা ৩৬ জন যাত্রীর সবাই প্রাণে বেঁচে যান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...