আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু নিয়ে যা জানা গেলো

আমার দেশ অনলাইন

গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু নিয়ে যা জানা গেলো
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, গাজা চুক্তির দ্বিতীয় পর্যায় জানুয়ারির প্রথমদিকেই শুরু হবে। ইসরাইলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, হামাসের নিরস্ত্রীকরণ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারেন।

বিজ্ঞাপন

ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনা অনুযায়ী মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গত ৯ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস দুই পর্যায়ের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের চুক্তি লঙ্ঘন এবং দ্বিতীয় পর্যায়ে যেতে বিলম্বের ফলে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...