আমার দেশ অনলাইন
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার অঙ্গীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ও শান্তি স্থাপনে তিনি অত্যন্ত দক্ষ। রোববার ইসরাইলে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গাজা যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ পর্যন্ত আমি আটটি যুদ্ধ থামিয়েছি। এ সময় আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের কথা উঠলে তিনি বলেন, দেশে ফিরে সেটাও দেখব। আমি অন্য একটি যুদ্ধ থামাতে যাচ্ছি, কারণ যুদ্ধ বন্ধে এবং শান্তি স্থাপনে আমি পারদর্শী। এটা করা সম্মানের উল্লেখ করে তিনি বলেন, আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি।
গত শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেশ দুটির কয়েক ডজন সেনাসদস্য নিহত হন। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশ দুটির মধ্যে এটি ছিল সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ।
তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তান দেশটির আকাশসীমা লঙ্ঘন করে একটি বাজারে বোমা হামলা চালায়। এতে সংঘর্ষ শুরু হয় প্রতিবেশী দেশ দুটির মধ্যে।
মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, নোবেল কমিটিকে সুবিচার করতে হবে। ২০২৫ সালে ঘটে যাওয়া এবং সম্পন্ন হওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় তারা অন্য সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু আমি এটা নোবেলের জন্য করিনি, করেছি প্রাণ বাঁচানোর জন্য।
ইসরাইলের আইনসভা নেসেটে সোমবার ট্রাম্প ভাষণ দিয়েছেন। যেখান থেকে তিনি মিসরের শারম আল শেখে যান গাজা যুদ্ধ বন্ধে চুক্তি করার জন্য।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার অঙ্গীকার করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ও শান্তি স্থাপনে তিনি অত্যন্ত দক্ষ। রোববার ইসরাইলে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানের ভেতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গাজা যুদ্ধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ পর্যন্ত আমি আটটি যুদ্ধ থামিয়েছি। এ সময় আফগানিস্তান-পাকিস্তান যুদ্ধের কথা উঠলে তিনি বলেন, দেশে ফিরে সেটাও দেখব। আমি অন্য একটি যুদ্ধ থামাতে যাচ্ছি, কারণ যুদ্ধ বন্ধে এবং শান্তি স্থাপনে আমি পারদর্শী। এটা করা সম্মানের উল্লেখ করে তিনি বলেন, আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি।
গত শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেশ দুটির কয়েক ডজন সেনাসদস্য নিহত হন। ২০২১ সালে তালেবানরা পুনরায় আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশ দুটির মধ্যে এটি ছিল সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘর্ষ।
তালেবান সরকার দাবি করেছে, পাকিস্তান দেশটির আকাশসীমা লঙ্ঘন করে একটি বাজারে বোমা হামলা চালায়। এতে সংঘর্ষ শুরু হয় প্রতিবেশী দেশ দুটির মধ্যে।
মারিয়া কোরিনা মাচাদোর নোবেল শান্তি পুরস্কার পাওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেন, নোবেল কমিটিকে সুবিচার করতে হবে। ২০২৫ সালে ঘটে যাওয়া এবং সম্পন্ন হওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় তারা অন্য সিদ্ধান্ত নিতে পারত। কিন্তু আমি এটা নোবেলের জন্য করিনি, করেছি প্রাণ বাঁচানোর জন্য।
ইসরাইলের আইনসভা নেসেটে সোমবার ট্রাম্প ভাষণ দিয়েছেন। যেখান থেকে তিনি মিসরের শারম আল শেখে যান গাজা যুদ্ধ বন্ধে চুক্তি করার জন্য।
এর আগে বাংলাদেশের বাজারে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায়।
১০ ঘণ্টা আগেসুদানের রাজধানীর খার্তুম আন্তর্জাতিক বিমানবন্দরসহ এর আশেপাশের বেশ কিছু এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। দীর্ঘ দুই বছর অপেক্ষার পর বিমানবন্দরটি খোলার একদিন আগেই এই হামলার ঘটনাটি ঘটে।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাদণ্ড ভোগ করতে যাচ্ছেন নিকোলাস সারকোজি। লিবিয়ার প্রয়াত স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে নির্বাচনি তহবিল নেয়ার অপরাধে পাঁচ বছরের কারাভোগ করতে হচ্ছে তাকে।
১৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম উল্লেখ তিনি বলেন, গাজায় ইসরাইলের যুদ্ধ গণহত্যা ছাড়া আর কিছুই নয়, আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
১৫ ঘণ্টা আগে