ইরানে ইসরাইলি হামলার নেতৃত্বে ছিলাম আমি: ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০: ০৩
ছবি: টাইমস অব ইসরাইল

চলতি বছরের জুনে ইরানে ইসরাইলের হামলায় সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প জানান, ইরানে ইসরাইলের হামলার নেতৃত্ব ছিলেন তিনি। যদিও এরআগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইসরাইল এককভাবে ইরানে হামলা চালিয়েছে। খবর আল জাজিরার।

গত ১৩ জুন ইসরাইল বিনা উস্কানিতে ইরানে ভয়াবহ আক্রমণ শুরু করে। হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও পারমাণবিক বিজ্ঞানীর পাশাপাশি অনেক বেসামরিক ব্যক্তি নিহত হয়। ইরানও পাল্টা জবাব দেয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ইসরাইল প্রথমে ইরানে হামলা চালায়। সেটা ছিল খুব শক্তিশালী আঘাত। আমি সেই হামলার নেতৃত্বে ছিলাম।’

তিনি আরো বলেন, ‘ইরানে ওই হামলাটি ছিল ইসরাইলের জন্য বিশেষ একটি দিন। কারণ ওই হামলাতেই ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে।’

ইরান-ইসরাইলের যুদ্ধের প্রথমদিকে যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলে, তেলআবিব একতরফাভাবে হামলা চালিয়েছে। পরবর্তীতে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র।

তবে সেই যুদ্ধের পাঁচ মাস পরে এসে মার্কিন প্রেসিডেন্ট এখন স্বীকার করলেন, তার নেতৃত্বেই যুদ্ধ হয়েছে।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত