আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হিজবুল্লাহর সামরিক নেতা হত্যা, ইসরাইলের তীব্র নিন্দায় ইরান

আমার দেশ অনলাইন

হিজবুল্লাহর সামরিক নেতা হত্যা, ইসরাইলের তীব্র নিন্দায় ইরান

লেবাননের রাজধানী বৈরুতে রোববার ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর সামরিক প্রধান হাইসাম আলি তাবতাবাই নিহত হয়েছেন। এ ঘটনায় সোমবার ইরান ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “লেবাননের ইসলামিক রেজিস্ট্যান্সের মহান কমান্ডার শহীদ হাইসাম আলি তাবতাবাইয়ের কাপুরুষোচিত হত্যাকাণ্ডকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোরভাবে নিন্দা জানায়।”

বিজ্ঞাপন

নভেম্বর ২০২৪-এ শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হাতে নিহত হওয়া তাবতাবাই হিজবুল্লাহর সবচেয়ে জ্যেষ্ঠ কমান্ডার। বিবৃতিতে আরও বলা হয়, এই হত্যাকাণ্ড “নভেম্বর ২০২৪ যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন এবং লেবাননের জাতীয় সার্বভৌমত্বের নির্মম অবমাননা।”

হিজবুল্লাহও “মহান কমান্ডার” তাবতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

লেবাননের সাধারণ মানুষের কাছে তুলনামূলকভাবে অজানা তাবতাবাই ছিল ঐ দলের নতুন নেতৃত্বের অন্যতম, যারা যুদ্ধের পর দায়িত্ব গ্রহণ করেন।

যুদ্ধবিরতির পরও ইসরাইল একাধিকবার লেবাননে হামলা চালিয়েছে, দাবি করেছে যে তাদের লক্ষ্য ছিল হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো।

তেহরান হিজবুল্লাহর প্রধান সমর্থক হলেও, সাম্প্রতিক সংঘর্ষ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের কারণে দলটি ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে, যার ফলে ইরান পর্যন্ত স্থলপথের সংযোগও ভেঙে গেছে।

এটি ইরানের জন্যও বড় ধাক্কা, কারণ এ বছরের ১২ দিনের যুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলা চালায়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন