ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়াকে আবারো হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধের বিষয়ে মস্কোর পরবর্তী পদক্ষেপ সন্তোষজনক না হলে, এর পরিণতি ভোগ করতে হবে। তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। খবর আল জাজিরার।
স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি আগামীতে পুতিনের সাথে কথা বলার পরিকল্পনা করছেন।
ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের জন্য আমার কোনো বার্তা নেই। তিনি জানেন যুদ্ধের বিষয়ে আমার অবস্থান কেমন। তিনি যেকোনো সিদ্ধান্ত নিতে পারেন।’
তিনি আরো বলেন, ‘পুতিনের সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা যদি এতে অসন্তুষ্ট হই, তাহলে কী ঘটবে তখন সবাই দেখতে পাবে।’
এরআগে, পুতিন বলেছিলেন যে তিনি মস্কোতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে বৈঠক করতে ইচ্ছুক।
বুধবার চীন সফরে থাকা পুতিন জানান, ‘ডোনাল্ড ট্রাম্প আমাকে এমন একটি বৈঠকের জন্য বলেছেন। এই বৈঠক হওয়া সম্ভব। জেলেনস্কিকে মস্কোতে আসতে দিন।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে যোগ দেন রুশ প্রেসিডেন্ট।
পুতিন বলেন, ‘আমি কখনোই এমন বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেইনি। এর কী কোন অর্থ আছে? দেখা যাক।’
পুতিন আরো বলেন, ‘যদি ইউক্রেন চুক্তিতে রাজি না হয়, তাহলে রাশিয়া সামরিকভাবে তার লক্ষ্য অর্জন করবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়।’
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পশ্চিম তীর দখল নিয়ে ইসরাইলকে যে বার্তা দিলো আরব আমিরাত
গাজায় ইসরাইলের হামলায় নিহত ৭৩