আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি অবৈধ ঘোষণা ওআইসির

আমার দেশ অনলাইন

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি অবৈধ ঘোষণা ওআইসির
ছবি: জিও নিউজ

সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি দেওয়াকে অবৈধ ঘোষণা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সেই সঙ্গে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ইসরাইলের তীব্র নিন্দা জানায় সংস্থাটি। শনিবার জেদ্দায় ওআইসির সদর দপ্তরে অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম অধিবেশনে এই নিন্দা জানানো হয়। খবর জিও নিউজের।

ইসরাইলের পদক্ষেপকে সোমালিয়া ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্তের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

গত ২৬ ডিসেম্বর ইসরাইলের ঘোষণার পর এ বিষয়ে আলোচনা করতে জরুরি সভা আহ্বান করা হয়েছিল। উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেন, সোমালিল্যান্ডকে ইসরাইলের অঞ্চলকে স্বীকৃতি দেওয়া একটি বিপজ্জনক নজির, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আফ্রিকার আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি।

বৈঠকে দুটি প্রস্তাবও পাস হয়, একটি সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতির নিন্দা এবং অন্যটি ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে উচ্ছেদের পরিকল্পনার বিরোধিতা।

প্রস্তাবে সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ ও অটল সমর্থন তুলে ধরে ওআইসি। প্রস্তাবে বলা হয়, ওআইসি সোমালিয়ার ঐক্য, আঞ্চলিক অখণ্ডতা বা তার সমগ্র ভূখণ্ডের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন যেকোনো পদক্ষেপকে প্রত্যাখ্যান করে।

ওআইসি জোর দিয়ে জানায়, সোমালিয়ার একটি অবিচ্ছেদ্য এবং অবিচ্ছেদ্য অংশ সোমালিল্যান্ড। প্রস্তাবে বলা হয়, সোমালিল্যান্ডকে আলাদা করার বা স্বীকৃতি দেওয়ার যেকোনো প্রচেষ্টা সোমালিয়ার অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপ এবং এর ঐক্য ও সার্বভৌমত্বের সরাসরি অবমাননা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন