আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড

আমার দেশ অনলাইন

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড
ছবি: সংগৃহীত

শীতের মৌসুমে ভারতের উত্তরাখণ্ডে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দানাবল। ‘ভ্যালি অব ফ্লওয়ার্স’ হিসেবে খ্যাত নন্দাদেবী জাতীয় উদ্যানে জানুয়ারির শুরুর দিকে দানাবল শুরু হয়। দাবানলে বনভূমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে কিছু কিছু এলাকার দানাবল।

আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীকে সহায়তা করছে ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টার। বন কর্মকর্তা ও আবহাওয়াবিদেরা দানাবলের জন্য স্বাভাবিকের চেয়ে শুষ্ক আবহাওয়াকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

এ বছর উত্তরাখণ্ডে প্রায় কোনো তুষারপাত হয়নি এবং খুব কম বৃষ্টিপাত হয়েছে। শুষ্ক গাছপালা ও বনের মাটিতে আর্দ্রতা কম থাকায় দাবানল ছড়িয়ে পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়।

পরিবেশবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এ ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণ বেড়ে গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন