সাহিত্যে নোবেলজয়ীর মার্কিন ভিসা বাতিল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০: ৫০
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০: ৫১
নাইজেরীয় লেখক ওলে সোয়িংকা। ছবি : সংগৃহীত

নোবেল পুরস্কারজয়ী নাইজেরীয় লেখক ওলে সোয়িংকার মার্কিন ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ১৯৮৬ সালে প্রথম আফ্রিকান লেখক হিসেবে নোবেল পুরস্কার পান এই নাট্যকার।

গতকাল মঙ্গলবার নাইজেরিয়ার লাগোসের কোঙ্গি এলাকার হারভেস্ট গ্যালারিতে বক্তব্য দেয়ার সময় সোয়িংকা নিজেই এই তথ্য জানান।

বিজ্ঞাপন

গত ২৩ অক্টোবর স্থানীয় মার্কিন কনস্যুলেট থেকে পাঠানো একটি নোটিশ পড়ে শোনান তিনি। সেই নোটিশে তাকে পাসপোর্ট নিয়ে কনস্যুলেটে যেতে বলা হয়, যাতে তার ভিসা বাতিল করা যায়।

এই নোটিশকে অদ্ভুত প্রেমপত্র আখ্যা দেন সোয়িংকা। চিঠিতে বলা হয়, ‘আমরা আপনাকে মার্কিন কনস্যুলেট জেনারেল লাগোসে আপনার ভিসা নিয়ে আসার অনুরোধ করছি। অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে, অ্যাপয়েন্টমেন্টের আগে ইমেল করুন।’

এ সময় ল্যাপটপ বন্ধ করে রসিকতা করে তিনি বলেন, এই অনুরোধ রাখার সময় তার নেই।

সোয়িংকা বলেন, ‘আমার হয়ে কেউ স্বেচ্ছাসেবী হতে চান? আমার হয়ে এটা নেবেন? আমি একটু তাড়ার মধ্যে আছি।’

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় গত বছর মার্কিন ভিসা পান ওলে সোয়িংকা। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এরপর থেকে অভিবাসন ব্যবস্থায় নানা কঠোর পদক্ষেপ যুক্ত করেন ট্রাম্প। প্রেসিডেন্টের নীতির সঙ্গে কারও অবস্থান সাংঘর্ষিক মনে হলে তার ভিসা বা গ্রিন কার্ড বাতিল হচ্ছে।

সোয়িংকা জানান, ভিসা বাতিল নিয়ে তার মধ্যে হাহাকার নেই, তবে এটি সাহিত্য বা সংস্কৃতিকেন্দ্রিক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

সোয়িংকা বলেন,‘আমি কনস্যুলেট ও সেখানকার মার্কিনিদের আশ্বস্ত করতে চাই যে, ভিসা বাতিলে আমি খুবই সন্তুষ্ট।’ সূত্র : আলজাজিরা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিএনপিকে মহিলা জামায়াতের আহ্বান

মুফতি মুহিব্বুল্লাহ কি পতিত ফ্যাসিস্টদের দাবার গুটি?

বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, রাতে আড়াইহাজার ইয়াবাসহ যুবদল নেতা আটক

১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্নের তাগিদ

ইসরাইলি সেনা নিহতের অভিযোগে গাজায় হামলা, মৃত বেড়ে ১০৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত