আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা সিটিতে রাতভর ইসরাইলি হামলা, ১৯ ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন

গাজা সিটিতে রাতভর ইসরাইলি হামলা, ১৯ ফিলিস্তিনি নিহত
ছবি: এসবিএস

গাজা সিটি দখলে বিরতিহীনভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। গত রাতভর গাজা সিটির বিভিন্ন স্কুল, তাঁবু ও বাড়িতে হামলা চালিয়েছে দখলদাররা। গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি বহুতল আবাসিক ভবন। এরআগে শনিবার গাজাজুড়ে হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন আরো ৬৭ ফিলিস্তিনি। খবর আল জাজিরার।

গাজা সিটির পশ্চিমে একটি স্কুলে বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল স্কুলটি।

বিজ্ঞাপন

গাজা সিটির শেখ রাদওয়ান মহল্লায় একটি তাঁবু এবং একটি বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে চার শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন।

এছাড়া, গাজা সিটির রেমাল মহল্লায় বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্রে ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হয়েছে আরো দুই শিশু।

এদিকে বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিয়ে যাচ্ছে তেলআবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা। বিমান হামলার পাশাপাশি চলছে পদাতিক বাহিনীর স্থল অভিযান। দেইর আল বালাহ, খান ইউনিসসহ গাজার অন্যান্য এলাকায়ও সমান তালে চলছে আগ্রাসন।

ইসরাইলি সেনাবাহিনী গাজা শহরের আরেকটি বহুতল ভবনে আবাসিক বোমা হামলা চালিয়েছে। তাল আল-হাওয়া পাড়ায় জাতিসংঘের সংস্থার ভবনের বিপরীতে অবস্থিত ১৫ তলা বিশিষ্ট একটি ভবনে হামলা চালায় ইসরাইল। হামলার আগে ভবনের বাসিন্দাদের পালিয়ে যেতে বলে দলখদাররা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন