বললেন মার্কিন কর্মকর্তা

গাজা চুক্তি ভঙ্গ করলে ট্রাম্পের রোষানলে পড়বেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১০: ৪০
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইসরাইলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। এর প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বৃহস্পতিবার ইসরাইলের চ্যানেল ১২-এর একটি অনুষ্ঠানে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর প্রতিবেদক বারাক রাভিদ বলেন, ওই মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন, ‘নেতানিয়াহু যদি চুক্তি ভঙ্গ করেন, তাহলে ডোনাল্ড ট্রাম্প তাকে একদমই ছাড়বেন না।’

বিজ্ঞাপন

মার্কিন ওই কর্মকর্তা আরো বলেন, ইসরাইলি পার্লামেন্ট নেসেট গত বুধবার দখলকৃত পশ্চিম তীরের অংশ সংযুক্তকরণ সংক্রান্ত দুটি প্রস্তাবনার প্রাথমিক অনুমোদন দিয়েছে বলে শোনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হতবাক হন। ইসরাইলে কূটনৈতিক সফর শেষে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি।

এ বিষয়ে তেল আবিবের বেন গুরিয়ন এয়ারপোর্টে সাংবাদিকদের ভ্যান্স বলেন, ‘যদি এটি রাজনৈতিক নাটক হয়, তবে এটি অত্যন্ত বোকামি। ব্যক্তিগতভাবে আমি এতে ক্ষুব্ধ।’

একজন ইসরাইলি কর্মকর্তাও চ্যানেল ১২-কে জানান, পার্লামেন্টে এই ভোটাভুটির কারণে যে কঠোর প্রতিক্রিয়া দেখা দেবে তা নেতানিয়াহুকে কয়েক দিন আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে

বিএনপি, জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা: বিবিসি বাংলার প্রতিবেদন

মুহিবুল্লাহ মাদানীকে অপহরণের সাথে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে

বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নবায়নযোগ্য জ্বালানি কৌশল

বিশ্বের ১২০ কোটি তরুণ চাকরির সন্ধানে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত