গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। হামলায় একদিনে নিহত হয়েছেন কমপক্ষে আরো ৭৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে কেবল গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৪ জন। খবর আল জাজিরার।
গাজা সিটি দখলে অব্যাহতভাবে বোমাবর্ষণ করছে ইসরাইলি বাহিনী। নির্বিচারে বোমাবর্ষণের ফলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আতঙ্কে পালিয়ে যেতে বাধ্য করা হচ্ছেন এখানকার বাসিন্দারা। উপত্যকার কোথাও নিরাপদ স্থান বলতে আর কিছুই অবশিষ্ট নেই।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ইতোমধ্যেই গাজা সিটিকে ‘আতঙ্কের নগরী’ হিসেবে অভিহিত করেছে। বৃহস্পতিবার তাল আল-হাওয়া এলাকায় একটি তাঁবুতে হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের মধ্যে তিনজনই শিশু।
ইসরা আল-বাসুস নামে একজন জানান, ‘আমি ও আমার সন্তানরা তাঁবুর ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ বোমা পড়ল, আমার চার সন্তান আতঙ্কে চিৎকার শুরু করল।’
এছাড়া গাজা সিটির জেইতুন, সাবরা, তুফাহ, নাসর ও শুজাইয়া এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরাইল।
শুজাইয়ায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় দুইজন নিহত হয়েছেন। আর জেইতুনে ধ্বংসস্তূপ থেকে আল-ঘাফ পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গাজার গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতে গত তিন সপ্তাহে অন্তত ১০০ রোবট বিস্ফোরণ ঘটিয়ে একের পর এক আবাসিক ব্লক ও মহল্লা গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। গাজা সিটি দখলে গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে মারা গেছেন প্রায় ১ হাজার ১০০ ফিলিস্তিনি।
এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে হামাস।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

