মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের মধ্যে পাঁচটিই থামিয়েছেন শুল্কের হুমকি দিয়ে। শনিবার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ দাবি করেন। খবর হিন্দুস্তান টাইমসের।
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র শুল্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘ট্রিলিয়ন ডলার’ আয় করেছে। শুল্ক আরোপ মার্কিন অর্থনীতির জন্য লাভজনক হয়েছে বলেও জানান তিনি।
ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘শুল্ক আরোপ করে আমরা বিভিন্ন দেশ থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আয় করছি এবং বিনিয়োগ আনছি। আমি আটটির মধ্যে পাঁচটি যুদ্ধ সরাসরি থামিয়েছি, শুল্ক আরোপের হুমকি দিয়ে।’
এছাড়া সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে লক্ষ্য করে ট্রাম্প দাবি করেন, এখন প্রায় ‘কোনো মুদ্রাস্ফীতি নেই’; যা তার কথায় ‘স্লিপি জো বাইডেন’–এর (ঘুমকাতুরে) অধীন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ছিল।
ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘পুঁজিবাজার মাত্র ৯ মাসে ৪৮ বার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। লিওনার্দ লিও, কোচ এবং ওইসব দেশ যারা বছরের পর বছর নিজেদের শুল্ক ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করেছে, তারা আর আমাদের দেশকে ধ্বংস করতে পারবে না।’
আরএ


গাজায় ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সুইডেনে বিক্ষোভ