
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে, রাশিয়াও একই পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরআগে মার্কিন বাহিনীকে পরমাণু অস্ত্র পরীক্ষা অবিলম্বে শুরু করার নির্দেশ দেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার প্রস্তাবনা তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুতিন। খবর আল জাজিরার।
রাশিয়ার প্রেসিডেন্ট নেতা তার নিরাপত্তা পরিষদকে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে (সিটিবিটি) স্বাক্ষরকারী কোনো দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়, তাহলে রাশিয়াও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিশেষ বাহিনী এবং সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন পুতিন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মস্কো আর কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়নি। কিন্তু ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ব্যর্থতার কারণে পুতিনের প্রতি ট্রাম্পের হতাশা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন। এর জবাবে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে রাশিয়াও একই পথ অনুসরণ করবে।
আরএ

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে, রাশিয়াও একই পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরআগে মার্কিন বাহিনীকে পরমাণু অস্ত্র পরীক্ষা অবিলম্বে শুরু করার নির্দেশ দেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করার প্রস্তাবনা তৈরি করতে ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুতিন। খবর আল জাজিরার।
রাশিয়ার প্রেসিডেন্ট নেতা তার নিরাপত্তা পরিষদকে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে (সিটিবিটি) স্বাক্ষরকারী কোনো দেশ পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়, তাহলে রাশিয়াও একই ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এই বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিশেষ বাহিনী এবং সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন পুতিন।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মস্কো আর কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা চালায়নি। কিন্তু ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ব্যর্থতার কারণে পুতিনের প্রতি ট্রাম্পের হতাশা বৃদ্ধি পাওয়ায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে।
নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ আর্কটিক অঞ্চলের নভায়া জেমলিয়া দ্বীপপুঞ্জে অবিলম্বে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি শুরু করার প্রস্তাব দিয়েছেন। এর জবাবে পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক পরীক্ষা চালায়, তাহলে রাশিয়াও একই পথ অনুসরণ করবে।
আরএ

নিউইয়র্কের ভাবী ফার্স্ট লেডি রমা দুওয়াজি পেশায় শিল্পী। অ্যানিমেশন ও ইলাস্ট্রেশনের কাজ করেন তিনি। সিরিয় অভিবাসী পরিবারে তার জন্ম। রমার ওয়েবসাইটে বলা আছে, তার কাজ বেশির ভাগ ডিজিটাল মাধ্যমে দেখা যায়।
২৪ মিনিট আগে
ইসরাইলের সাথে ১২ দিনের যুদ্ধে তেহরানের ক্ষেপণাস্ত্রের টার্গেট ছিল নির্ভুল এবং দৃঢ়। যার কারণে ইসরাইল খুব একটা সুবিধা করতে পারেনি। ১২ দিনের সেই যুদ্ধে ইরানি সেনাবাহিনীর অভূতপূর্ব সেনা কৌশলের কাছে পরাজিত হয়েছে ইসরাইল।
৩৩ মিনিট আগে
পাকিস্তান ও আফগানিস্তান বৃহস্পতিবার আবারও শান্তি আলোচনায় বসছে। দুই দেশই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইস্তাম্বুলে অনুষ্ঠিত দ্বিতীয় দফার আলোচনায় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কোনো সমঝোতা হয়নি।
৪২ মিনিট আগে
চলমান সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে সুদানের এল-ফাশের থেকে পালিয়েছে ৮১ হাজারের বেশি মানুষ। বুধবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একথা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, পালিয়ে গিয়েও নিশ্চিত নন বাস্তুচ্যুত মানুষেরা। নিরপত্তার অভাবে চরম আতঙ্কে দিন কাটছে তাদের।
১ ঘণ্টা আগে