আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা শান্তি বোর্ডে কারা থাকছেন, জানা যাবে কবে

আমার দেশ অনলাইন
গাজা শান্তি বোর্ডে কারা থাকছেন, জানা যাবে কবে
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা শান্তি বোর্ডে কারা থাকবেন সে বিষয়ে আগামী বছরের শুরুতেই ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার হোয়াইট হাউজে রুজভেল্ট রুমে অর্থনীতি বিষয়ক এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, বেশ কয়েকজন বিশ্বনেতা এই বোর্ডে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় এই বোর্ড গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, ‘আমরা আগামী বছরের শুরুতে এই ঘোষনা দেবো। শান্তি বোর্ড হবে সর্বকালের সবচেয়ে চমৎকার বোর্ডগুলোর মধ্যে একটি।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘মূলত এটি (শান্তি বোর্ড) সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর প্রধানদের নিয়ে গঠিত হবে। তারা সকলেই এতে থাকতে চায়।’

এদিকে হামাস বলছে, তারা অস্ত্র জমা দিতে প্রস্তুত। তবে মার্কিন পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। আল জাজিরায় সম্প্রচারিত এক সাক্ষাৎকারে হামাসের জ্যেষ্ঠ নেতা খালেদ মেশাল বলেন, ‘হামাসের কাছে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রস্তাব অগ্রহণযোগ্য।’

মেশাল বলেন, ‘হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি হবে না। একজন ফিলিস্তিনির নিরস্ত্রীকরণ মানে তার আত্মাকে কেড়ে নেয়া। আসুন অন্যভাবে লক্ষ্য অর্জন করি।’

গত ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন