
আমার দেশ অনলাইন

রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়ে নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা চালিয়ে যেতে পারবে হাঙ্গেরি। শুক্রবার হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক বছর রাশিয়া থেকে তেল-গ্যাস কেনার সুযোগ পাবে হাঙ্গেরি। কারণ হিসেবে তিনি বলেন, ‘অন্যান্য অঞ্চল থেকে তেল ও গ্যাস পাওয়া হাঙ্গেরির পক্ষে খুবই কঠিন। তাই তাদেরকে সুযোগ দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যাপক সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে ইউরোপীয় দেশগুলো।
হাঙ্গেরি অন্য যেকোনো ইইউ দেশের তুলনায় বেশি রাশিয়ান তেল ও গ্যাস কিনে। তারপরও হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরবানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, স্থলবেষ্টিত হওয়ায় হাঙ্গেরির জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা কঠিন।
বৈঠকের পর এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হাঙ্গেরিকে এক বছরের জন্য ছাড় দেয়া হয়েছে।
গত মাসে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি তার মিত্রদের কিছুটা শিথিলতা দেখান, তাহলে অন্যরা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে উৎসাহিত হবে।

রাশিয়ার তেল ও গ্যাস ক্রয়ে নিষেধাজ্ঞা থেকে হাঙ্গেরিকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে রাশিয়া থেকে তেল-গ্যাস কেনা চালিয়ে যেতে পারবে হাঙ্গেরি। শুক্রবার হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে বৈঠকে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, এক বছর রাশিয়া থেকে তেল-গ্যাস কেনার সুযোগ পাবে হাঙ্গেরি। কারণ হিসেবে তিনি বলেন, ‘অন্যান্য অঞ্চল থেকে তেল ও গ্যাস পাওয়া হাঙ্গেরির পক্ষে খুবই কঠিন। তাই তাদেরকে সুযোগ দেয়ার কথা বিবেচনা করা হচ্ছে।
তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ব্যাপক সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার দাবি, রাশিয়া থেকে তেল কেনার মাধ্যমে ইউক্রেনে যুদ্ধ চালাতে মস্কোকে সহায়তা করছে ইউরোপীয় দেশগুলো।
হাঙ্গেরি অন্য যেকোনো ইইউ দেশের তুলনায় বেশি রাশিয়ান তেল ও গ্যাস কিনে। তারপরও হোয়াইট হাউজে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরবানের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, স্থলবেষ্টিত হওয়ায় হাঙ্গেরির জন্য রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা কঠিন।
বৈঠকের পর এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, হাঙ্গেরিকে এক বছরের জন্য ছাড় দেয়া হয়েছে।
গত মাসে রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি তার মিত্রদের কিছুটা শিথিলতা দেখান, তাহলে অন্যরা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে উৎসাহিত হবে।

হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রায় এক মাস পরও গাজা উপত্যকায় ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধারের কাজ চলছে। নতুন করে আরও মৃতদেহ উদ্ধার হওয়ায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের শরণার্থী ও প্রত্যাবাসন মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলমুতালিব হাক্কানি জানিয়েছেন, গত ১৫ দিনে পাকিস্তান থেকে ২৪ হাজার ৭৮৭টি পরিবার, ইরান থেকে ১ হাজার ২৫১টি পরিবার এবং তুরস্ক থেকে ৬টি পরিবার ফিরে এসেছে।
১ ঘণ্টা আগে
‘মার্কিন ইতিহাসের বৃহত্তম জিওফেন্সিং প্রচারণা’ হিসেবে বর্ণনা করা হচ্ছে এই পরিকল্পনাকে। এই পরিকল্পনায় উপাসনার সময় ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নেভাদা এবং কলোরাডোতে গির্জার পরিধি ম্যাপ করে, অংশগ্রহণকারীদের সনাক্ত করা হবে। পরবর্তীতে ইসরাইলপন্থি বিজ্ঞাপনের লক্ষ্য পরিণত করা হবে এই অংশগ্রহণকারীদের।
২ ঘণ্টা আগে
নিউইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ায় ইসরাইলের রাজনৈতিক ও বিশ্লেষক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরাইলি কর্মকর্তারা শুক্রবার বলেছেন, ফিলিস্তিনপন্থী অবস্থানের জন্য পরিচিত মামদানির জয় ইসরাইল–যুক্তরাষ্ট্র সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে।
৩ ঘণ্টা আগে