
আমার দেশ অনলাইন

অক্টোবর ২০২৩ এর পর থেকে ইসরাইলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর এই হত্যাযজ্ঞ চালাতে ইসরাইলকে তেল দিয়ে সাহায্য করেছে বিশ্বের ২৫টি দেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল বলেছে, গাজায় ইসরাইলের নৃশংসতা সম্পর্কে জেনেশুনেই জ্বালানি সরবরাহ করছে দেশগুলো, এভাবে মূলত তারাই গণহত্যা চালাচ্ছে। এসময় সংস্থাটি বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানায় ।
ব্রাজিলে কপ-৩০ শীর্ষ সম্মেলনের মাঝে এই প্রতিবেদন প্রকাশ করেছে অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে ইসরাইলে অপরিশোধিত তেলের চালানের ৭০ শতাংশ সরবরাহ করেছে আজারবাইজান এবং কাজাখস্তান।

অন্যদিকে, ইসরাইলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারী দেশগুলির তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, গ্রীস এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা তেল আবিবকে JP-8 সরবরাহ করে, যা সামরিক বিমানে জ্বালানির জন্য ব্যবহার করা হয়।
সংস্থাটি আরো জানিয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই দেশগুলোর জড়িত থাকার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটি তেল সরবরাহকারী সকল দেশকে এই গণহত্যায় তাদের ভূমিকা স্বীকার করে নিতে এবং এতে নিজেদের জড়িয়ে রাখা অবসানের আহ্বান জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর।

অক্টোবর ২০২৩ এর পর থেকে ইসরাইলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর এই হত্যাযজ্ঞ চালাতে ইসরাইলকে তেল দিয়ে সাহায্য করেছে বিশ্বের ২৫টি দেশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেসরকারি সংস্থা অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনালের প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে।
অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল বলেছে, গাজায় ইসরাইলের নৃশংসতা সম্পর্কে জেনেশুনেই জ্বালানি সরবরাহ করছে দেশগুলো, এভাবে মূলত তারাই গণহত্যা চালাচ্ছে। এসময় সংস্থাটি বিশ্বব্যাপী জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করার আহ্বান জানায় ।
ব্রাজিলে কপ-৩০ শীর্ষ সম্মেলনের মাঝে এই প্রতিবেদন প্রকাশ করেছে অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবরের মধ্যে ইসরাইলে অপরিশোধিত তেলের চালানের ৭০ শতাংশ সরবরাহ করেছে আজারবাইজান এবং কাজাখস্তান।

অন্যদিকে, ইসরাইলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য রপ্তানিকারী দেশগুলির তালিকার শীর্ষে রয়েছে রাশিয়া, গ্রীস এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যারা তেল আবিবকে JP-8 সরবরাহ করে, যা সামরিক বিমানে জ্বালানির জন্য ব্যবহার করা হয়।
সংস্থাটি আরো জানিয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করার জন্যই দেশগুলোর জড়িত থাকার বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। সংস্থাটি তেল সরবরাহকারী সকল দেশকে এই গণহত্যায় তাদের ভূমিকা স্বীকার করে নিতে এবং এতে নিজেদের জড়িয়ে রাখা অবসানের আহ্বান জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর।

হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। ইরানের জলসীমায় ট্যাংকারটি আটক করা হয়। কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো হরমুজ প্রণালীতে তেল ট্যাংকার আটক করা হলো।
২৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদনের প্রস্তাবে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হবে । গত সপ্তাহে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনাকে সমর্থন দেয়াই এই প্রস্তাবের মূল উদ্দেশ্য।
১ ঘণ্টা আগে
চীন তার নাগরিকদের জাপান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। তাইওয়ান নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রীর এক মন্তব্যের জেরে এ পরামর্শ দিলো বেইজিং। গত ৭ নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয় তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একই সঙ্গে তাকে গ্রেপ্তার ও বিচার থেকে আজীবন দায়মুক্তি দেওয়া হয়েছে। সমালোচকরা বলছেন, এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরো প্রশস্ত হয়েছে।
১ ঘণ্টা আগে