
আমার দেশ অনলাইন

বিরোধীদের ওয়াকআউটের মধ্যে পাকিস্তানের জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল। পক্ষে ২৩৪ ভোট আর বিপক্ষে পড়ে মাত্র চারটি ভোট। সংশোধনীর ফলে সেনাপ্রধানের ক্ষমতা বাড়বে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরে সংশোধনীটি আইনে পরিণত হবে। খবর জিও নিউজের।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিলটি অনুমোদনের জন্য আইন প্রণেতাদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার বিলটি উপস্থাপন করেন।
বিলটিতে সংবিধানের আটটি সংশোধনী আনা হয়েছে। বুধবারের অধিবেশনে বিলটির বিরোধিতা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ওয়াকআউট করে। তারা ভোটাভুটিতে অংশ নেয়নি। কয়েকটি বিরোধী দল বিলের কপি ছিঁড়ে ফেলে। বিরোধীরা বলছেন, এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি করেছে।
জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর চার সদস্য, যারা একসময় ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর ঘনিষ্ঠ মিত্র ছিল, তারা সংশোধনীর বিরুদ্ধে ভোট দিয়েছেন।
সংবিধান সংশোধনের ফলে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের মতো বিষয়গুলো ছাড়াও সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।
সেনাপ্রধান আসিম মুনির এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নতুন পদে উন্নীত হবেন। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমানবাহিনীও সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পর, তার পদমর্যাদা বজায় থাকবে।
সমালোচকরা বলছেন এই পরিবর্তনের ফলে সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।
এই সংশোধনীর ফলে সাংবিধানিক মামলাগুলো সুপ্রিম কোর্ট থেকে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালতে স্থানান্তরিত হবে, যার নিয়োগ করবে সরকার। সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি সরকারি নীতিমালা আটকে দিয়েছে এবং প্রধানমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করেছে।
আরএ

বিরোধীদের ওয়াকআউটের মধ্যে পাকিস্তানের জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল। পক্ষে ২৩৪ ভোট আর বিপক্ষে পড়ে মাত্র চারটি ভোট। সংশোধনীর ফলে সেনাপ্রধানের ক্ষমতা বাড়বে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হবে। রাষ্ট্রপতি স্বাক্ষর করার পরে সংশোধনীটি আইনে পরিণত হবে। খবর জিও নিউজের।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বিলটি অনুমোদনের জন্য আইন প্রণেতাদের অভিনন্দন জানিয়েছেন। দেশটির আইনমন্ত্রী আজম নাজির তারার বিলটি উপস্থাপন করেন।
বিলটিতে সংবিধানের আটটি সংশোধনী আনা হয়েছে। বুধবারের অধিবেশনে বিলটির বিরোধিতা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ওয়াকআউট করে। তারা ভোটাভুটিতে অংশ নেয়নি। কয়েকটি বিরোধী দল বিলের কপি ছিঁড়ে ফেলে। বিরোধীরা বলছেন, এই পদক্ষেপ দেশের গণতন্ত্রের অপূরণীয় ক্ষতি করেছে।
জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) এর চার সদস্য, যারা একসময় ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর ঘনিষ্ঠ মিত্র ছিল, তারা সংশোধনীর বিরুদ্ধে ভোট দিয়েছেন।
সংবিধান সংশোধনের ফলে উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের মতো বিষয়গুলো ছাড়াও সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।
সেনাপ্রধান আসিম মুনির এখন প্রতিরক্ষা বাহিনীর প্রধানের নতুন পদে উন্নীত হবেন। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমানবাহিনীও সেনাপ্রধানের অধীনে থাকবে। তার মেয়াদ শেষ হওয়ার পর, তার পদমর্যাদা বজায় থাকবে।
সমালোচকরা বলছেন এই পরিবর্তনের ফলে সামরিক বাহিনী এবং ক্ষমতাসীন জোটের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হবে।
এই সংশোধনীর ফলে সাংবিধানিক মামলাগুলো সুপ্রিম কোর্ট থেকে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালতে স্থানান্তরিত হবে, যার নিয়োগ করবে সরকার। সাম্প্রতিক বছরগুলোতে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি সরকারি নীতিমালা আটকে দিয়েছে এবং প্রধানমন্ত্রীদের ক্ষমতাচ্যুত করেছে।
আরএ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘের মহাসচিবকে সম্বোধন করে নিরাপত্তা পরিষদকে দেয়া এক আনুষ্ঠানিক চিঠিতে তিনি এ আহ্বান জানান।
১৪ মিনিট আগে
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
৪৩ মিনিট আগে
পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৫ জন। বুধবার একটি পিকআপ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর দ্বিতল বাসটি ৬৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।
১ ঘণ্টা আগে
দিল্লিতে লাল কেল্লার কাছে সোমবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। আটক হয়েছে হাজারো মানুষ। কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তদন্তের নামে কাশ্মীরিদের ভয় দেখানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
২ ঘণ্টা আগে