ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে প্যালেস্টাইন অ্যাকশনের এক বিক্ষোভে অংশ নেওয়ার কারণে সুইডিশ জলবায়ু ও মানবাধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী গ্রেটা থুনবার্গকে হাতে একটি প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়, যেখানে লেখা ছিল—“আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি।”
লন্ডন সিটি পুলিশ এক বিবৃতিতে গ্রেটার নাম উল্লেখ না করে জানায়, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড প্রদর্শনের অভিযোগে তাকে আটক করা হয়।
উল্লেখ্য, গত জুলাই মাস থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে সংগঠনটির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে কয়েকশ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

