ইউক্রেনে রাতভর রাশিয়ার তাণ্ডব, নিহত ৭

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০: ২৫
ইউক্রেনের দিনিপ্রোতে রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন। ছবি : রয়টার্স

ইউক্রেনে ৪৫০টি ড্রোন ও ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গতকাল শনিবার রাতভর চালানো এই হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রুশ বাহিনী খমেলনিৎস্কি ও রিভনে দুটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিদ্যুৎ সরবরাহ করা সাবস্টেশনগুলোতে হামলা করেছে। ইচ্ছাকৃতভাবে ইউরোপে পারমাণবিক নিরাপত্তা বিপন্ন করায় মস্কোর প্রতি নিন্দা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো বলেছেন, কিয়েভ, পোলতাভা ও খারকিভ অঞ্চলে জ্বালানি অবকাঠামোয় হামলা চালানো হয়েছে। এতে হাজার হাজার মানুষের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়েছে।

ইউক্রেনীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজ জানিয়েছে, অক্টোবরের শুরু থেকে তাদের গ্যাস অবকাঠামোতে নবমবারের মতো হামলা হয়েছে।

রাশিয়ায় ইউক্রেনের হামলার জবাবে দেশটির অস্ত্র উৎপাদন অবকাঠামো এবং গ্যাস ও জ্বালানি উৎপাদনকেন্দ্রে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে নিখুঁতভাবে আঘাত করা হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, রুশ বাহিনী পোকরোভস্ক ও কুপিয়ানস্ক শহরের আশপাশের আরো অঞ্চল এবং পূর্ব ইউক্রেনের ভোলচি গ্রাম দখল করেছে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, রুশ বাহিনী শনিবার রাতে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ, কৃষ্ণ সাগর এবং রাশিয়ার রোস্তভ অঞ্চলে ১৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। সূত্র : আলজাজিরা

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বেসরকারি বিশ্ববিদ্যালয় পিআর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন, সা. সম্পাদক আবু সাদাত

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলায় হাইমচরে ইউপি সদস্য গ্রেপ্তার

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

রংপুরে চিকিৎসার অব্যবস্থাপনার বিরুদ্ধে মানববন্ধন

বিকেএসপিতে যুবদের আত্নরক্ষামূলক প্রশিক্ষণ উদ্বোধন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত