
আন্তর্জাতিক ডেস্ক

জোহরান মামদানি। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র। বিপুল ভোটে জয়ী হয়ে মামদানি ইতিহাস তৈরি করেছেন। তিনি একাধারে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত আমেরিকার নাগরিক এবং প্রথম ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়র। শূন্য থেকে শুরু করা এই রাজনীতিবিদ মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
আগামী বছরের ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন তিনি। নতুন মেয়রের জন্য একদিকে চলছে অফিসের প্রস্তুতি; অন্যদিকে চলছে তার বাসস্থানের প্রস্তুতি। স্ত্রী রমা দুওয়াজিকে নিয়ে ৮০০ বর্গফুটের এককক্ষবিশিষ্ট ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসবাস করছেন মামদানি।
সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্কার রেডিও আওয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অ্যাপার্টমেন্ট সম্পর্কে মামদানি বলেছিলেন, তাদের জন্য বাসাটি বেশ ছোট। অ্যাপার্টমেন্টের সিংকটি ছিদ্র হয়ে পানি পড়ছিল। এর জন্য তাকে বাড়ির তত্ত্বাবধায়কের সহায়তা নিতে হয়েছিল, যা খুবই বিরক্তিকর বলে জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সকালে তোয়ালে পরে ঘরের মেঝেতে সময় কাটিয়েছেন তিনি। তিনি বলেছিলেন, নিয়ম অনুযায়ী তার অ্যাপার্টমেন্টে হিটিং সিস্টেম ও গরম পানির ব্যবস্থা থাকলেও ওয়াশিং মেশিন বা ড্রায়ার ছিল না। ভবনটিতে একটি সাধারণ লন্ড্রি রুম ছিল। ১৯২৯ সালে নির্মিত অ্যাপার্টমেন্টটিতে একটি লিফটও রয়েছে, যা কুইন্সের অ্যাস্টোরিয়ার মতো এলাকায় বিরল।
সেই এককক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্ট থেকে এই রাজনীতিবিদ এখন থেকে থাকবেন মেয়রের জন্য নির্ধারিত ভবনে। কিন্তু ৩৪ বছর বয়সি মামদানি এখনো সিদ্ধান্ত নেননি যে, তিনি নিউ ইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ যাবেন কি-না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোথায় থাকবেন, এ নিয়ে এখনো কোনো কিছু ঠিক করেননি তিনি।
যাহোক, যদি তিনি আপার ইস্ট সাইডে ২২৬ বছরের পুরাতন মেয়র প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে বাসস্থানের ছোটখাটো সমস্যা থেকে রেহাই মিলবে তার। কারণ, ১১ হাজার বর্গফুটের বিস্তীর্ণ বাড়িতে থাকবে ঝলমলে আয়না, ঝাড়বাতি, মেহগনি কাঠের দরজা, আপেল ও ডুমুর গাছ দিয়ে সারিবদ্ধ একটি বিশাল লন, সে সঙ্গে একটি সবজির বাগান। মোট কথা তার নতুন বাসা হবে অনেক প্রশস্ত ও জাঁকজমকের।
গ্রেসি ম্যানশনকে একসময় নিউ ইয়র্ক টাইমস বর্ণনা করেছিল একেবারে ভিন্নভাবে। বলা হয়েছিল, এটি একটি লেমন কালারের কেকের মতো প্রাসাদ। প্রাসাদের বারান্দা থেকে ইস্ট রিভারের মনোরম দৃশ্য দেখা যায়।
অ্যাস্টোরিয়ার একটি সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট থেকে বিলাসবহুল এই প্রাসাদের বাসিন্দা হতে যাচ্ছেন মামদানি। যেখানে আপার ইস্ট সাইড বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর ও বারগুলোর আবাসস্থল।
নিরাপত্তার দিক থেকে এটি প্রাসাদটিকে ঘিরে রেখেছে উঁচু দেয়াল, রয়েছে সিসিক্যামেরা এবং পুলিশ পাহারা। নিউ ইয়র্ক টাইমসের মতে, কঠোর নিরাপত্তা ও জমায়েতের জন্য প্রায় সব মেয়রই শেষ পর্যন্ত বসবাসের জন্য গ্রেসি ম্যানশনকে বেছে নিয়েছেন।

জোহরান মামদানি। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র। বিপুল ভোটে জয়ী হয়ে মামদানি ইতিহাস তৈরি করেছেন। তিনি একাধারে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত আমেরিকার নাগরিক এবং প্রথম ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়র। শূন্য থেকে শুরু করা এই রাজনীতিবিদ মেয়র নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন।
আগামী বছরের ১ জানুয়ারি মেয়র হিসেবে শপথ নেবেন তিনি। নতুন মেয়রের জন্য একদিকে চলছে অফিসের প্রস্তুতি; অন্যদিকে চলছে তার বাসস্থানের প্রস্তুতি। স্ত্রী রমা দুওয়াজিকে নিয়ে ৮০০ বর্গফুটের এককক্ষবিশিষ্ট ভাড়া করা অ্যাপার্টমেন্টে বসবাস করছেন মামদানি।
সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্কার রেডিও আওয়ার’কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অ্যাপার্টমেন্ট সম্পর্কে মামদানি বলেছিলেন, তাদের জন্য বাসাটি বেশ ছোট। অ্যাপার্টমেন্টের সিংকটি ছিদ্র হয়ে পানি পড়ছিল। এর জন্য তাকে বাড়ির তত্ত্বাবধায়কের সহায়তা নিতে হয়েছিল, যা খুবই বিরক্তিকর বলে জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি এক সকালে তোয়ালে পরে ঘরের মেঝেতে সময় কাটিয়েছেন তিনি। তিনি বলেছিলেন, নিয়ম অনুযায়ী তার অ্যাপার্টমেন্টে হিটিং সিস্টেম ও গরম পানির ব্যবস্থা থাকলেও ওয়াশিং মেশিন বা ড্রায়ার ছিল না। ভবনটিতে একটি সাধারণ লন্ড্রি রুম ছিল। ১৯২৯ সালে নির্মিত অ্যাপার্টমেন্টটিতে একটি লিফটও রয়েছে, যা কুইন্সের অ্যাস্টোরিয়ার মতো এলাকায় বিরল।
সেই এককক্ষবিশিষ্ট অ্যাপার্টমেন্ট থেকে এই রাজনীতিবিদ এখন থেকে থাকবেন মেয়রের জন্য নির্ধারিত ভবনে। কিন্তু ৩৪ বছর বয়সি মামদানি এখনো সিদ্ধান্ত নেননি যে, তিনি নিউ ইয়র্ক সিটির মেয়রের সরকারি বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ যাবেন কি-না। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কোথায় থাকবেন, এ নিয়ে এখনো কোনো কিছু ঠিক করেননি তিনি।
যাহোক, যদি তিনি আপার ইস্ট সাইডে ২২৬ বছরের পুরাতন মেয়র প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে বাসস্থানের ছোটখাটো সমস্যা থেকে রেহাই মিলবে তার। কারণ, ১১ হাজার বর্গফুটের বিস্তীর্ণ বাড়িতে থাকবে ঝলমলে আয়না, ঝাড়বাতি, মেহগনি কাঠের দরজা, আপেল ও ডুমুর গাছ দিয়ে সারিবদ্ধ একটি বিশাল লন, সে সঙ্গে একটি সবজির বাগান। মোট কথা তার নতুন বাসা হবে অনেক প্রশস্ত ও জাঁকজমকের।
গ্রেসি ম্যানশনকে একসময় নিউ ইয়র্ক টাইমস বর্ণনা করেছিল একেবারে ভিন্নভাবে। বলা হয়েছিল, এটি একটি লেমন কালারের কেকের মতো প্রাসাদ। প্রাসাদের বারান্দা থেকে ইস্ট রিভারের মনোরম দৃশ্য দেখা যায়।
অ্যাস্টোরিয়ার একটি সাশ্রয়ী মূল্যের অ্যাপার্টমেন্ট থেকে বিলাসবহুল এই প্রাসাদের বাসিন্দা হতে যাচ্ছেন মামদানি। যেখানে আপার ইস্ট সাইড বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর ও বারগুলোর আবাসস্থল।
নিরাপত্তার দিক থেকে এটি প্রাসাদটিকে ঘিরে রেখেছে উঁচু দেয়াল, রয়েছে সিসিক্যামেরা এবং পুলিশ পাহারা। নিউ ইয়র্ক টাইমসের মতে, কঠোর নিরাপত্তা ও জমায়েতের জন্য প্রায় সব মেয়রই শেষ পর্যন্ত বসবাসের জন্য গ্রেসি ম্যানশনকে বেছে নিয়েছেন।

ইসরাইলের একটি ভূগর্ভস্থ কারাগারে অনেক ফিলিস্তিনিকে আটকে রাখা হয়েছে। রাকেফেত নামে এই কারাগারে সূর্যের আলো পৌঁছায় না। পর্যাপ্ত খাবার দেয়া হয় না বন্দিদের। এমনকি পরিবার বা বহির্বিশ্বের খবরও তাদের দেয়া হয় না।
২৩ মিনিট আগে
ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করেছে জাকার্তা। সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সভাপতিত্বে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। সুহার্তোর মানবাধিকার রেকর্ড নিয়ে বিতর্ক থাকায় সরকারের এই পদক্ষেপ দেশটিতে তীব্র বিরোধীতার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারো হামলা চালিয়েছে ইসরাইল। দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছে। রোববার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানায়। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য থেকে আসা শরণার্থীদের জন্য জার্মানি যখন তার দরজা খুলে দেয়, তখন অন্য যেকোনো দেশের তুলনায় সিরিয়া থেকে সবচেয়ে বেশি মানুষ সেখানে আশ্রয় নেয়। তবে এখন অনিশ্চয়তার মুখে পড়েছে এসব অভিবাসীর ভবিষ্যত। কারণ জার্মান সরকার তাদের দেশে ফেরত পাঠাতে চাইছে।
২ ঘণ্টা আগে