আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব

আমার দেশ অনলাইন
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব
ছবি: ফিনান্সিয়াল টাইমস

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে সৌদি আরব। আগামী নভেম্বেরে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের সময় এই চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে। আজ শুক্রবার ফিনান্সিয়াল টাইমসএক প্রতিবেদনে একথা জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, ‘যুবরাজের যুক্তরাষ্ট্র সফরের সময় কিছু স্বাক্ষর করার বিষয়ে আলোচনা হয়েছে, তবে বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি।’

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, আলোচ্য চুক্তিটি যুক্তরাষ্ট্র-কাতার প্রতিরক্ষা চুক্তির মতোই, যেখানে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছিল যে, কাতারের ওপর যেকোনো সামরিক হামলাকে আমেরিকার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এই কাতার চুক্তি স্বাক্ষরিত হয় ইসরাইলের দোহায় হামাস নেতাদের হত্যা প্রচেষ্টার পরপরই।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আমাদের আঞ্চলিক কৌশলের একটি শক্তিশালী ভিত্তি, তবে সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

একইভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউজ ও সৌদি সরকার এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

এর আগে, গত মাসে সৌদি আরব পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এনইআইআর সংস্কারে রাজি বিটিআরসি ৯ ডিসেম্বর পর্যন্ত অবরোধ স্থগিত

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নতুন বাইজেন্টাইন: অস্থির বিশ্বের প্রেক্ষাপটে গ্রিস ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক

ব্যাংকে কোটিপতিদের অ্যাকাউন্ট ১ লাখ ২৮ হাজার

এলাকার খবর
খুঁজুন