আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

আমার দেশ অনলাইন

গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

প্রায় প্রতিদিনই গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে ইসরাইল। চুক্তি কার্যকরের পর থেকে এ পর্যন্ত গাজায় ৫৯১ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে তেলআবিব। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর প্রথম ৫০ দিনে ইসরাইলের হামলায় ৩৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। খবর জিও নিউজের।

গত ১০ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, বিমান হামলা, গোলা ও গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরাইল। বেসামরিক নাগরিকদের ওপর ১৬৪ বার গুলি চালানো হয়েছে। এছাড়া ‘হলুদ রেখার’ বাইরের আবাসিক এলাকায় ২৫ বার অভিযান চালানো হয়েছে। বোমাবর্ষণ ও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে ২৮০ বার। বাড়িঘর ও সম্পত্তি ধ্বংস করা হয়েছে ১১৮ বার।

বিজ্ঞাপন

গণমাধ্যম কার্যালয় আরো জানায়, গত মাসে ৩৫ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু এলাকায় এখনো মানবিক সহায়তা বন্ধ রয়েছে। হামলায় হাজা উপত্যকার কিছু অংশে রাস্তাঘাট এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন