আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান

আমার দেশ অনলাইন

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়ালো পাকিস্তান
ছবি: সামা টিভি

ভারতীয় বিমান চলাচলের জন্য তার আকাশসীমা বন্ধের সময়সীমা আরো একমাস বাড়িয়েছে পাকিস্তান। এই নিষেধাজ্ঞা ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরআগে গত ২৩ এপ্রিল ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ইসলামাবাদ। খবর সামা টিভির।

এক নোটিশে এ তথ্য জানিয়েছে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ)। ভারতের বেসামরিক ও সামরিক উভয় ধরনের বিমান এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। ২৩ এপ্রিল প্রথমবারের মতো আকাশী সীমা বন্ধের পর একাধিকবার সময়সীমা বাড়িয়েছে পাকিস্তান।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, ‘ভারতীয় বিমান সংস্থার মাধমে পরিচালিত কোন বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। ভারতের মালিকানাধীন বা ভাড়া নেওয়া সামরিক এবং বেসামরিক বিমানের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক জরুরি অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সেনাবাহিনী প্রধান এবং জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আকাশসীমা বন্ধ থাকার ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোকে দীর্ঘ পথ ধরে ফ্লাইট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে।

এপ্রিল মাসে ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের হামলা চালায় দিল্লি। পাশাপাশি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। এরপর পাকিস্তান ভারতের সঙ্গে সকল দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত করার অধিকার প্রয়োগ করার সিদ্ধান্ত নেয়।

এদিকে ২৪ এপ্রিল পাকিস্তান নিষেধজ্ঞা জারির পর ৩০ এপ্রিল পাকিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ভারতও।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন