ট্রাম্পের প্রশংসা করলেন বাইডেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ০৯: ৩৯

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি বন্দিদের মুক্তির বিষয়টি স্বাগত জানিয়েছেন এবং ‘যুদ্ধবিরতি চুক্তি সফলভাবে সম্পন্ন করার’ জন্য ট্রাম্প প্রশাসনের প্রশংসা করেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জো বাইডেন এ প্রশংসা করেন ।

বিজ্ঞাপন

পোস্টে জো বাইডেন লেখেন—‘আমি গভীরভাবে কৃতজ্ঞ ও স্বস্তিবোধ করছি যে আজকের এই দিনটি অবশেষে এসেছে।’

‘জীবিত ২০ জন ইসরাইলি বন্দি, যারা অকল্পনীয় নরকযন্ত্রণা ভোগ করেছেন এবং অবশেষে তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছেন এবং গাজার সেই বেসামরিক মানুষরা, যারা অপরিমেয় ক্ষতির মুখোমুখি হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন—তাদের সবার জন্য আমি আনন্দিত,’ যোগ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

পোস্টে বাইডেন আরও লেখেন—‘এখন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে, মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে যা আমি আশা করি দীর্ঘস্থায়ী হবে — এমন এক ভবিষ্যতের দিকে, যেখানে ইসরাইলি ও ফিলিস্তিনিরা সমানভাবে শান্তি, মর্যাদা ও নিরাপত্তা উপভোগ করবে।’

এদিকে সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইতোমধ্যে বন্দিদের স্থানান্তরিতও করা হয়েছে বলে জানিয়েছে তারা।

ফিলিস্তিনি বন্দিদের দুটি দলে ভাগ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে একটি দলকে ইসরাইলের ওফের কারাগার থেকে বের করে অধিকৃত পশ্চিম তীরে স্থানান্তর করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত