
আমার দেশ অনলাইন

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া। গত আগস্ট মাসে রাশিয়া থেকে ভারতে হীরা রপ্তানি বেড়ে তিন কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল এক কোটি ৩৪ লআখ ডলারের কিছু বেশি। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আরটির।
চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।
রাশিয়া অবশ্য এখনো ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।
আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।
হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ।
অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।
আরএ

ভারতে হীরা রপ্তানি দ্বিগুণ করেছে রাশিয়া। গত আগস্ট মাসে রাশিয়া থেকে ভারতে হীরা রপ্তানি বেড়ে তিন কোটি ১৩ লাখ ডলারে পৌঁছেছে। যা ২০২৪ সালের একই সময়ে ছিল এক কোটি ৩৪ লআখ ডলারের কিছু বেশি। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর আরটির।
চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতে ৩৪ কেটি ২১ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে, যা আগের বছর ২০২৪ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে রপ্তানিকৃত হীরার তুলনায় ৪০ শাতংশ বেশি।
রাশিয়া অবশ্য এখনো ভারতের শীর্ষ হীরা সরবরাহকারী দেশ হতে পারেনি। কারণ, রিয়া নভোস্তির প্রতিবেদন বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ভারতের সবচেয়ে বড় হীরা সরবরাহকারী দেশ ছিল সংযুক্ত আরব আমিরাত। বছরের প্রথম আট মাসে ভারতে ৬৮ কোটি ৫০ লাখ ডলার মূল্যের হীরা রপ্তানি করেছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের এই দেশটি।
আমিরাতের পর এই তালিকায় আছে যথাক্রমে হংকং (১৭ কোটি ৩১ লাখ ডলারের হীরা রপ্তানি) এবং যুক্তরাষ্ট্র (১৪ কোটি ৩ লাখ ডলারে হীরা রপ্তানি)। অর্থাৎ রপ্তানির পরিমাণ দ্বিগুণ করা সত্ত্বেও এখনও রাশিয়া ভারতের চতুর্থ বৃহত্তম হীরা সরবরাহকারী দেশ।
হীরার উজ্জলতা বা দ্যুতি নির্ভর করে সেটির কর্তন বা পলিশিংয়ের ওপর। খনি থেকে যে হীরা উত্তোলন করা হয়, সেটি স্বাভাবিককারণেই পলিশবিহীন অবস্থায় থাকে। রাশিয়া বিশ্বের বৃহত্তম পলিশবিহীন হীরার রপ্তানিকারী দেশ।
অন্যদিকে হীরা কর্তন বা পলিশিং শিল্পে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে আছে ভারত। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রতি বছর হাজার হাজার কোটি ডলারের হীরা পলিশ করা হয়।
আরএ

তিনি বারাক ওবামার স্বাস্থ্যসেবা আইন (“অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট”) পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং জো বাইডেন প্রশাসনের অধীনে অবকাঠামো ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একাধিক বিল পাসে নেতৃত্ব দেন।
১ ঘণ্টা আগে
হাওয়াইয়ের দ্বীপপুঞ্জে স্থানীয় পাখি ও বিশেষত বিপন্ন হাওয়াইয়ান মধুচক্রের সংখ্যা হ্রাস প্রতিরোধ করতে ড্রোনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছরের জুনে বনাঞ্চলে আকাশ থেকে কয়েক ডজন জৈব পচনশীল শুঁটি ফেলা হয়। যেখানে প্রতিটি শুঁটিতেম প্রায় ১,০০০ ল্যাব-পালিত পুরুষ মশা রয়েছে।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের নভেম্বরে লন্ডনে চালু হয় এই ঐতিহাসিক ট্রাইব্যুনাল, যা রাসেল ট্রাইব্যুনালের আদলে তৈরি করা হয়েছে। এই ট্রাইব্যুনালের লক্ষ্য হলো বিশ্বের নাগরিক সমাজকে সক্রিয় করা এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি অপরাধকে কঠোরভাবে তুলে ধরা। আর এর মাধ্যমে একটি বিস্তৃত 'জনগণের রেকর্ড' তৈরি করা।
২ ঘণ্টা আগে
'আমেরিকান সাম্রাজ্যবাদের' সমালোচনা করে করা তার কিছু কাজ ইনস্টাগ্রামে প্রকাশিত হয়েছে। তিনি ইসরাইলের ভূমিকাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন এবং ফিলিস্তিনিদের 'জাতিগত নিধনের' বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন যা কিছুটা তার স্বামীর নীতিগত অবস্থানকে প্রতিফলিত করে।
২ ঘণ্টা আগে