
আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। আর এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি হামাসকে সন্ত্রাসী নয়, বরং প্রতিরোধ গোষ্ঠী হিসেবে অভিহিত করেন এরদোয়ান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফক্স নিউজকে এসব কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘আমি একে অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারব না। এটি সম্পূর্ণ গণহত্যা। এই গণহত্যা নেতানিয়াহুর কারণেই ঘটেছে। নেতানিয়াহুর নির্মমতার কারণে এই গণহত্যায় হাজার হাজার মানুষ মারা গেছেন।’
গাজায় এক লাখ ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই গণহত্যার সম্পূর্ণ বিরোধিতা করছি।’
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসরাইলি জিম্মিদের সম্পর্কে জানতে চাইলে এরদোগান বলেন, ‘এটি একতরফা অপরাধ নয়। আমার মনে হয় এই বিষয়ে কেবল হামাসকে দোষারোপ করা ভুল হবে। নেতানিয়াহু যা করেছেন তা আমরা কীভাবে একপাশে সরিয়ে রাখতে পারি?’
তিনি ইসরাইলকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার জন্য অভিযুক্ত করে আরো বলেন, ‘অস্ত্রের ক্ষেত্রে হামাসকে ইসরাইলের সঙ্গে তুলনা করা যায় না। ইসরাইল তার সামরিক শক্তি নির্দয়ভাবে ব্যবহার করছে। তাদের কোনো করুণা নেই।’
এ সময় সংঘাত অবসানের সম্ভাবনা সম্পর্কে এরদোয়ান সন্দেহ প্রকাশ করেন।
সেইসঙ্গে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতেও অস্বীকৃতি জানান তিনি। বলেন, ‘আমি হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখি না। বরং আমি একে একটি প্রতিরোধ গোষ্ঠী বলে মনে করি। তারা আত্মরক্ষার জন্য যা কিছু আছে তা ব্যবহার করছে।’
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরএ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে। আর এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তিনি। পাশাপাশি হামাসকে সন্ত্রাসী নয়, বরং প্রতিরোধ গোষ্ঠী হিসেবে অভিহিত করেন এরদোয়ান। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ফক্স নিউজকে এসব কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘আমি একে অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে পারব না। এটি সম্পূর্ণ গণহত্যা। এই গণহত্যা নেতানিয়াহুর কারণেই ঘটেছে। নেতানিয়াহুর নির্মমতার কারণে এই গণহত্যায় হাজার হাজার মানুষ মারা গেছেন।’
গাজায় এক লাখ ২০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই গণহত্যার সম্পূর্ণ বিরোধিতা করছি।’
ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস এবং ইসরাইলি জিম্মিদের সম্পর্কে জানতে চাইলে এরদোগান বলেন, ‘এটি একতরফা অপরাধ নয়। আমার মনে হয় এই বিষয়ে কেবল হামাসকে দোষারোপ করা ভুল হবে। নেতানিয়াহু যা করেছেন তা আমরা কীভাবে একপাশে সরিয়ে রাখতে পারি?’
তিনি ইসরাইলকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলার জন্য অভিযুক্ত করে আরো বলেন, ‘অস্ত্রের ক্ষেত্রে হামাসকে ইসরাইলের সঙ্গে তুলনা করা যায় না। ইসরাইল তার সামরিক শক্তি নির্দয়ভাবে ব্যবহার করছে। তাদের কোনো করুণা নেই।’
এ সময় সংঘাত অবসানের সম্ভাবনা সম্পর্কে এরদোয়ান সন্দেহ প্রকাশ করেন।
সেইসঙ্গে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলতেও অস্বীকৃতি জানান তিনি। বলেন, ‘আমি হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখি না। বরং আমি একে একটি প্রতিরোধ গোষ্ঠী বলে মনে করি। তারা আত্মরক্ষার জন্য যা কিছু আছে তা ব্যবহার করছে।’
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আরএ

পাকিস্তানে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে টমোটো। দেশটির গণমাধ্যম ডন জানায়, বন্যা এবং ফসলের অনেক ক্ষতি সত্ত্বেও পাকিস্তানের ইতিহাসে টমোটোর দাম কখনোই এত বেশি ছিল না। এটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে
মাস্কের মতে, হিউম্যানয়েড রোবটগুলি শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সাহায্য করতে পারে এবং সমাজকে ব্যাপক রূপান্তরিত করতে পারে। তিনি অপ্টিমাসকে একজন “অবিশ্বাস্য সার্জন” হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ব্যাপক ব্যবহার এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে কাজ ঐচ্ছিক হবে এবং
৬ ঘণ্টা আগে
নতুন এই যৌথ উদ্যোগের নেতৃত্বে থাকবে এয়ারবাস, যার হাতে থাকবে ৩৫% শেয়ার। লিওনার্দো ও থ্যালেস প্রত্যেকে পাবে ৩২.৫% করে মালিকানা। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে প্রায় ২৫ হাজার মানুষকে কর্মসংস্থান দেবে এবং পাঁচ বছরের মধ্যে মধ্য-তিন অঙ্কের মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
৬ ঘণ্টা আগে
গত নয়ই মে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়ে সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়। কারণ, সদস্য পদের বিষয়টি শুধুমাত্র নির্ধারণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদ বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে অচল হয়ে পড়ায়, সাধারণ পরিষদকে আরো একাধিক জরুরি
৭ ঘণ্টা আগে