পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতের মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজের ৩০ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
এরআগে সন্ত্রাসী হামলায় নিহত হন লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক এবং মেজর তৈয়ব রাহাতসহ ১১ জন সেনা সদস্য। ধারণা করা হচ্ছে ওই হামলার পেছনে এই জঙ্গিরা জড়িত ছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই সপ্তাহের শুরুতে খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর এই সেনারা নিহত হন।
সেনাবাহিনীর মিডিয়া শাখা বুধবার জানিয়েছে, ৭ থেকে ৮ অক্টোবর রাতে ভারতের মদদপুষ্ট ফিতনা আল খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাই জেলায় অভিযান পরিচালনা করে।
এসময় সন্ত্রাসীদের সাথে সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় হয়।
ফিতনা-আল-খাওয়ারিজ সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য পাকিস্তানের নিরাপত্তা বাহিনী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
আরএ


ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি