রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের পর সুনামিতে প্লাবিত হয়েছে বন্দর শহর সেভেরো-কুরিলস্কের উপকূলীয় এলাকা। এই শহরে অন্তত ২০০০ মানুষ বসবাস করেন। আজ বুধবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, আভাচা বেতে সুনামি সতর্কতা জারি করা হয়। সুনামির প্রথম ঢেউ দ্বীপের সেভেরো-কুরিলস্ক শহরের উপকূলীয় অংশে আঘাত হানে। সুনামির কারণে এই এলাকার বাসিন্দাদের পাহাড়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
সামাজিক মাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা যায়, শহরের কাছে পানির তীব্র ঢেউ আছড়ে পড়ছে।
ভোডোপাদনায়া আবহাওয়া কেন্দ্রের কাছে কামচাটকার ইয়েলিজোভস্কি জেলায় ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে।
সুনামির আঘাতে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির একটি কিন্ডারগার্টেনে দেয়াল ধসে পড়ে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সুনামির ঢেউয়ে সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্ক বন্দর এবং একটি মাছ ধরার স্থান প্লাবিত হয়েছে।
কামচাটকায় ভূমিকম্পের পর সুনামির কারণে প্রায় ৩০ সেন্টিমিটার উঁচু ঢেউ আছড়ে পড়ে জাপানের উত্তরাঞ্চলে। কামচাটকায় ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে। তবে পরে ইন্টারনেট সংযোগ আবার ঠিক করা হয়েছে।
কামচাটকার উপকূলে এক ঘন্টায় ৫ মাত্রার বেশি মোট আটটি ভূমিকম্প হয়েছে।
কারো বাড়িঘরে বিপজ্জনক ফাটল পাওয়া গেলে বাসিন্দাদের নিরাপদ স্থানে অস্থায়ী আবাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান কর্তৃপক্ষ।
প্রশান্ত মহাসাগরের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যুদ্ধবিমান, টহল বিমান এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। মধ্য ও উত্তর-পূর্ব জাপানে শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে।
রাশিয়ার কামচটকার উপকূল সংলগ্ন এলাকায় বুধবার ৮.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কোন খবর জানা যায়নি।
এদিকে কম্পনের জেরে সুনামি সতর্কতা জারি করেছে আমেরিকা ও জাপান। উপকূলের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ এলাকায় সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার রিজিওনাল গভর্নর।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সুনামি সতর্কতায় সরিয়ে নেওয়া হলো ফুকুশিমা পরমাণু কেন্দ্রের কর্মীদের
রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতকর্তা জারি