যুক্তরাষ্ট্র সফররত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউজে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ নৈশভোজে অতিথিদের মধ্যে ছিলেন বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ও পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
নৈশভোজে অতিথিদের মধ্যে আরো ছিলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং ও মার্কিন গলফার ব্রাইসন ডি-শ্যাম্বো। আরো ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।
নৈশভোজে রোনালদোর প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমার ছেলে রোনালদোর একজন বড় ভক্ত। এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ, এটি একটি সম্মানের বিষয়।’
রোনালদোও সম্প্রতি ট্রাম্পের কাজের প্রশংসা প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট এমন একজন ব্যক্তি যিনি বিশ্বকে পরিবর্তন করতে সাহায্য করতে পারেন।’
ক্যারিয়ারে ৯৫০টিরও বেশি গোল করা রোনালদো এখন সৌদি আল নাসরের হয়ে খেলেন।
গত কয়েকমাসে একাধিকবার বিরোধে জড়িয়েছেন ট্রাম্প ও ইলন মাস্ক। বিরোধের পর ইলন মাস্ক দ্বিতীয়বারের মতো ট্রাম্পের সঙ্গে দেখা করলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, নৈশভোজে ইলন মাস্কের যোগ দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বিবাদ মিটিয়ে ফেলার ইঙ্গিত হতে পারে।
মাস্ক গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন ও অর্থায়ন করেছিলেন এবং তার প্রশাসনের একজন উপদেষ্টা হয়েছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


জাপানে আগুনে পুড়লো ১৭০টির বেশি ভবন
কঙ্গোতে এডিএফ বিদ্রোহীদের হামলা, নিহত ৩০