তাইওয়ান দখল করবে না চীন: ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯: ৫১
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০: ০৫
ছবি: সংগৃহীত

চীন তাইওয়ান দখল করতে চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্য পেন্টাগনের পর্যবেক্ষণের বিপরীত। এরআগে পেন্টাগন এক পর্যালোচনায় জানিয়েছিল যে, ২০২৭ সালে তাইওয়ান দখলের পরিকল্পনা করছে চীন। খবর আল জাজিরার।

ট্রাম্প বলেন, ‘তাইওয়ান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চোখের মনি। তাইওয়ান নিয়ে চীনের নিজস্ব পরিকল্পনা রয়েছে। তবে সেখানে আক্রমণ থেকে বিরত থাকবে বেইজিং।’

বিজ্ঞাপন

কারণ তার মতে, চীন জানে যে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি।

তিনি বলেন, ‘আমাদের কাছে সেরা সবকিছু আছে এবং কেউই আমাদের সাথে ঝামেলা করবে না।’

গত জুন মাসে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে সফরে গিয়ে চীনকে ‘এই অঞ্চলের জন্য হুমকি’ বলে অভিহিত করেছিলেন।

তার এ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানায় চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য তাইওয়ান প্রশ্নকে দর কষাকষির একটি উপায় হিসেবে ব্যবহার না করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ‘আগুন নিয়ে খেলা উচিত নয়’।

চীন দীর্ঘদিন ধরে স্বশাসিত তাইওয়ানকে তার ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে।

আরএ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত