আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ ৮২ জন নিহত

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

টেক্সাসে আকস্মিক বন্যায় ২৮ শিশুসহ ৮২ জন নিহত

টেক্সাসের কিছু অংশে আকস্মিক বন্যায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৮ জন শিশু রয়েছে। এছাড়া ৪১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

কেরভিল কাউন্টির শেরিফ ল্যারি লেইথা নিশ্চিত করে বলেন, কাউন্টিতে ২১ জন শিশুসহ ৬৯ জন নিহত হয়েছেন।

usa banna-1

লেইথা আরও বলেন, ১১ জন ক্যাম্প মিস্টিক ক্যাম্পার এবং একজন কাউন্সিলরের খোঁজ এখনো পাওয়া যায়নি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে শেষ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা যায়।’

usa banna-2

কর্মকর্তারা বলছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে আরও ঝড়ের আশঙ্কা রয়েছে, যা উদ্ধারকাজকে ব্যাহত করতে পারে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এই পরিবারগুলো এক অকল্পনীয় ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছে।’

সূত্র: রয়টার্স

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...