আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আমার দেশ অনলাইন

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জোর দিয়ে বলেছেন, আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্ক ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় এবং নিয়মিত আলোচনা হওয়া অপরিহার্য। শুক্রবার ইস্তাম্বুল সফরের সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরাগচি একথা বলেন। সফরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

আরাগচি বলেন, ‘ইরান ও তুরস্ক সব সময়ে ঘনিষ্ঠ পরামর্শ বজায় রেখেছে। আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং নিয়মিতভাবে আঞ্চলিক বিষয়গুলোতে পরামর্শ করি।’

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও অন্যান্য পক্ষের হুমকির প্রেক্ষিতে উভয় দেশের অবস্থান সমন্বয় করা, আঞ্চলিক উন্নয়ন পর্যালোচনা করা এবং বর্তমান চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করা যায়, সে সম্পর্কে মত বিনিময় করা প্রয়োজনীয় বলে উল্লেখ করেন তিনি।

ইউরোপের ইরানি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার বিষয়ে তিনি বলেন, এই পদক্ষেপ ‘বড় কৌশলগত ভুল’। তিনি বলেন, ‘ইউরোপ মহাদেশের পতন হচ্ছে এবং আন্তর্জাতিক মঞ্চে ক্রমশ তার ভূমিকা হারাচ্ছে, দুর্ভাগ্যবশত এই প্রক্রিয়াটি ত্বরান্বিত হচ্ছে।’

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন