
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দীর্ঘ শাটডাউনে বিপর্যস্ত বিমান চলাচল। শনিবার একদিনেই বাতিল হয়েছে এক হাজার ৪০০ বেশি ফ্লাইট। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। খবর বিবিসির।
স্কাইওয়েস্ট, সাউথওয়েস্ট এবং এনভয় এয়ারে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ইউনাইটেড, ডেল্টা এবং আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটও বিলম্বে চলাচল করেছে।
গত ১ অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব এখনো মেটেনি। শনিবার ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার ৩৯তম দিন।
অবশ্য শুধু বাণিজ্যিক বিমান নয়, ব্যক্তিগত জেট চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানান পরিবহন দপ্তরের মন্ত্রী ডাফি। তিনি শনিবার এক্স-এ লিখেছেন, ‘ব্যস্ত বিমানবন্দরগুলোয় ব্যক্তিগত জেটের সংখ্যা কমানো হয়েছে। তাদের ছোট বিমানবন্দর ব্যবহার করতে বলা হয়েছে, যাতে বাণিজ্যিক ফ্লাইটগুলোতে নিয়ন্ত্রণ সহজ হয়।’
শনিবার এক বিবৃতিতে, আমেরিকান এয়ারলাইন্স শাটডাউন শেষ করতে একটি সমঝোতায় পৌঁছাতে কংগ্রেস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।
নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। শনিবার বিকেল পর্যন্ত, বিমানবন্দরে আগমনকারীদের গড়ে চার ঘন্টারও বেশি বিলম্ব হয়।
শনিবার বিকেল পর্যন্ত জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এবং লা গার্ডিয়ায় বিমান চলাচল যথাক্রমে প্রায় তিন ঘন্টা, আড়াই ঘন্টা এবং প্রায় এক ঘন্টাও বিলম্বিত হয়েছে।
আরএ

যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের দীর্ঘ শাটডাউনে বিপর্যস্ত বিমান চলাচল। শনিবার একদিনেই বাতিল হয়েছে এক হাজার ৪০০ বেশি ফ্লাইট। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, দেশের সবচেয়ে ব্যস্ত ৪০টি বিমানবন্দরে বিমান চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। খবর বিবিসির।
স্কাইওয়েস্ট, সাউথওয়েস্ট এবং এনভয় এয়ারে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে ইউনাইটেড, ডেল্টা এবং আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটও বিলম্বে চলাচল করেছে।
গত ১ অক্টোবর শুরু হওয়া এই অচলাবস্থা এখনো অব্যাহত রয়েছে। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে দ্বন্দ্ব এখনো মেটেনি। শনিবার ছিল মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘ অচলাবস্থার ৩৯তম দিন।
অবশ্য শুধু বাণিজ্যিক বিমান নয়, ব্যক্তিগত জেট চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানান পরিবহন দপ্তরের মন্ত্রী ডাফি। তিনি শনিবার এক্স-এ লিখেছেন, ‘ব্যস্ত বিমানবন্দরগুলোয় ব্যক্তিগত জেটের সংখ্যা কমানো হয়েছে। তাদের ছোট বিমানবন্দর ব্যবহার করতে বলা হয়েছে, যাতে বাণিজ্যিক ফ্লাইটগুলোতে নিয়ন্ত্রণ সহজ হয়।’
শনিবার এক বিবৃতিতে, আমেরিকান এয়ারলাইন্স শাটডাউন শেষ করতে একটি সমঝোতায় পৌঁছাতে কংগ্রেস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।
নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের। শনিবার বিকেল পর্যন্ত, বিমানবন্দরে আগমনকারীদের গড়ে চার ঘন্টারও বেশি বিলম্ব হয়।
শনিবার বিকেল পর্যন্ত জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল, হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা ইন্টারন্যাশনাল এবং লা গার্ডিয়ায় বিমান চলাচল যথাক্রমে প্রায় তিন ঘন্টা, আড়াই ঘন্টা এবং প্রায় এক ঘন্টাও বিলম্বিত হয়েছে।
আরএ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বেপরোয়া গাড়ির ধাক্কায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আরেকজন মারা যায় হাসপাতালে নেয়ার পর।
৪ মিনিট আগে
কালমেগির তাণ্ডবের পর ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাতে টাইফুনটি আঘাত হানতে পারে। এরআগেই উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় টাইফুনের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে । এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে।
২৭ মিনিট আগে
হোয়াইট হাউজে ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার কর্মক্ষমতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
২ ঘণ্টা আগে