আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

আমার দেশ অনলাইন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক
ছবি: দ্য স্টার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ১৫০ বিদেশিকে আটক করা হয়েছে। বুধবার ভোরে কুয়ালালামপুরের সেলায়াংয়ের একটি অ্যাপার্টমেন্ট ব্লক এবং ওল্ড ক্লাং রোডের পাশে এ অভিযান চালানো হয়। খবর দ্য স্টারের।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অপারেশনস) দাতুক লোকমান এফেন্দি রামলি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫২ জন কর্মকর্তা মধ্যরাতে সেলায়ংয়ে অভিযান চালান। এ সময় ৭৯ জনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতদের বয়স ১৭ থেকে ৫৫ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে বৈধ পাসপোর্ট ও কাজের পারমিট না থাকা এবং নির্ধারিত সময়ের বেশি অবস্থানের অভিযোগ আনা হয়েছে। আটকদের মধ্যে ৩৯ জন ইন্দোনেশিয়া, ২৫ জন বাংলাদেশ, ১০ জন নেপাল, ২ জন ভারত, ২ জন পাকিস্তান এবং ১ জন মিয়ানমারের নাগরিক।

রামলি বলেন, তারা বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন, যার মধ্যে রয়েছে নিরাপত্তারক্ষী, খাবারের দোকানের সহকারী, লন্ড্রি কর্মী, পরিচারক এবং নির্মাণশ্রমিক।

দ্বিতীয় অভিযানটি হয় ওল্ড ক্লাং রোডের পাশে। এখানে চালানো অভিযানে আটক হন আরো ৭১ জন। এই অভিযানে ৭১ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩৩ জন পুরুষ ও ৩৩ জন নারী, মিয়ানমারের দুজন পুরুষ ও একজন নারী, একজন ভারতীয় পুরুষ এবং একজন পাকিস্তানি।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন