আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতির পর গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতির পর গাজায় ৬৭ শিশু নিহত: ইউনিসেফ
ছবি: আল জাজিরা

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে গাজা উপত্যকায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পাইরেস একথা জানান। খবর আল জাজিরার।

তিনি বলেন, নিহতদের মধ্যে বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় নিহত এক শিশু কন্যাও রয়েছে।

বিজ্ঞাপন

এরমধ্যে আরো সাতটি শিশুও রয়েছে যারা একদিন আগে নিহত হয়েছিল। গাজা উপত্যকায় ইসরাইলের একের পর এক হামলায় মারা যায় তারা।

পাইরেস বলেন, ‘এরা সবাই নিহত হয়েছে যুদ্ধবিরতির পর। এটি বিস্ময়কর।’

তিনি বলেন, ‘যেমনটি আমরা বহুবার বলেছি, এগুলো শুধু পরিসংখ্যান নয়: প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন - হঠাৎ করে অব্যাহত সহিংসতার কারণে সব ধূলিসাৎ হয়ে গেছে।’

গাজায় ইসরাইলি বোমাবর্ষণের ফলে ফিলিস্তিনি শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত মাসে ইউনিসেফের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৬৪ হাজার শিশু হতাহত হয়েছে।

সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদন বলছে, ২০২৪ সালে, যুদ্ধের ফলে প্রতি মাসে গড়ে ৪৭৫ জন ফিলিস্তিনি শিশু পঙ্গু হয়েছে, যার মধ্যে রয়েছে মস্তিষ্কের আঘাত এবং পুড়ে যাওয়া।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন