আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ক্যাথরিন কনলি

আমার দেশ অনলাইন

আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট ক্যাথরিন কনলি
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন আইরিশ বামপন্থী স্বতন্ত্র প্রার্থী ক্যাথরিন কনলি। প্রতিদ্বন্দ্বী হিথার হাম্পফ্রিসকে ৬৩ শতাংশ ভোটের বড় ব্যবধানে হারিয়ে জয়লাখ করে তিনি। ৬৮ বছর বয়সী কনলি একজন স্বাধীন রাজনীতিবিদ ও ব্যারিস্টার।

বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় ৪৩টি নির্বাচনী এলাকার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

কনলির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬৪ বছর বয়সী হাম্পফ্রিস আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার কয়েক ঘণ্টা পর পরাজয় স্বীকার করেন। তিনি বলেন, ‘ক্যাথরিন আমাদের সবার প্রেসিডেন্ট হবেন এবং তিনি আমারও প্রেসিডেন্ট।’ হাম্পফ্রিস পেয়েছেন ২৯.৫ শতাংশ ভোটে পরাজয়ী হন।

সূত্র: বিবিসি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন