
আমার দেশ অনলাইন

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন পেয়েছেন । রোববার ব্রুকলিনের উইলিয়ামসবার্গে অনুষ্ঠিত এক জনসভায় হারেদি ইহুদিদের সাতমার হাসিদিক সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর প্রভাবশালী রাবি মোশে ইন্দিগ প্রকাশ্যে মামদানির পক্ষে অবস্থান নেন।
সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাবি ইন্দিগ এর আগে জুন মাসের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন। বর্তমানে কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং জরিপে মামদানির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্দিগের এই নতুন অবস্থানকে অনেকে মনে করছেন—ইসরাইল প্রশ্নে বিভক্ত অর্থোডক্স ভোটব্যাংকের নতুন পুনর্গঠন।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাব্বি ইন্দিগ মামদানিকে ‘খুব ভালো ও বিনয়ী মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি আমাকে বলেছেন, তিনি ইহুদি-বিরোধী নন এবং শহরের সব সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।’ যদিও মামদানির ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে কিছু হারেদি নেতা অসন্তুষ্ট, তবু ইন্দিগের মতে, ‘মেয়র হিসেবে তার সঙ্গে কোনও সমস্যা হবে না।’
কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, ইহুদি ভোটারদের ৬০ শতাংশ কুওমোকে সমর্থন করলেও মামদানির পক্ষে আছেন ১৬ শতাংশ। তবে সাতমার আহরোনিম গোষ্ঠীর ভোটব্যাংক প্রভাবশালী—২০১৩ সালে তারা বিল ডি ব্লাসিওকে প্রায় ৭,৫০০ ভোট দিয়ে জয়ী হতে সহায়তা করেছিল। তাই পর্যবেক্ষকরা বলছেন, এই সমর্থন মামদানির জন্য নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি অর্থোডক্স-ইহুদি সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন পেয়েছেন । রোববার ব্রুকলিনের উইলিয়ামসবার্গে অনুষ্ঠিত এক জনসভায় হারেদি ইহুদিদের সাতমার হাসিদিক সম্প্রদায়ের আহরোনিম গোষ্ঠীর প্রভাবশালী রাবি মোশে ইন্দিগ প্রকাশ্যে মামদানির পক্ষে অবস্থান নেন।
সোমবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাবি ইন্দিগ এর আগে জুন মাসের প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করেছিলেন। বর্তমানে কুওমো স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন এবং জরিপে মামদানির পরে দ্বিতীয় স্থানে রয়েছেন। ইন্দিগের এই নতুন অবস্থানকে অনেকে মনে করছেন—ইসরাইল প্রশ্নে বিভক্ত অর্থোডক্স ভোটব্যাংকের নতুন পুনর্গঠন।
দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাব্বি ইন্দিগ মামদানিকে ‘খুব ভালো ও বিনয়ী মানুষ’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘তিনি আমাকে বলেছেন, তিনি ইহুদি-বিরোধী নন এবং শহরের সব সম্প্রদায়ের সঙ্গে কাজ করবেন।’ যদিও মামদানির ইসরাইলবিরোধী অবস্থান নিয়ে কিছু হারেদি নেতা অসন্তুষ্ট, তবু ইন্দিগের মতে, ‘মেয়র হিসেবে তার সঙ্গে কোনও সমস্যা হবে না।’
কুইনিপিয়াক জরিপ অনুযায়ী, ইহুদি ভোটারদের ৬০ শতাংশ কুওমোকে সমর্থন করলেও মামদানির পক্ষে আছেন ১৬ শতাংশ। তবে সাতমার আহরোনিম গোষ্ঠীর ভোটব্যাংক প্রভাবশালী—২০১৩ সালে তারা বিল ডি ব্লাসিওকে প্রায় ৭,৫০০ ভোট দিয়ে জয়ী হতে সহায়তা করেছিল। তাই পর্যবেক্ষকরা বলছেন, এই সমর্থন মামদানির জন্য নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। প্রচারণার পুরো সময় তিনি নিউইয়র্ক সিটিতে জীবনযাত্রার ব্যয় কমানোর ওপর জোর দেন। আর ভোটারদের মন জয়ে তার এই পরিকল্পনা দারুণভাবে কাজ দেয়।
১ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত গাজা শাসনে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের জন্য জাতিসংঘষের নিরাপত্তা পরিষদের কাছে একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই বাহিনী দুই বছরের জন্য গাজার শাসনভার নেবে।
২ ঘণ্টা আগে
ভারতে নতুন করে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমে সবচেয়ে বড় আশঙ্কা দেখা দিয়েছে মুসলিম ভোটারদের নিয়ে। কারণ, নতুন এই তালিকা থেকে বাদ যেতে পারেন কয়েক লাখ মুসলিম ভোটার।
২ ঘণ্টা আগে
সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) দেশটির পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশেরে গণকবর খুঁড়ছে। যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নাথানিয়েল রেমন্ড এ অভিযোগ করেছেন। তিনি বলেন, গণহত্যার সকল প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে আরএসএফ।
২ ঘণ্টা আগে