
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামাসের বিরুদ্ধে লড়াই করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে গাজায় ভঙ্গুর হয়ে পড়া যুদ্ধবিরতি নিয়ে আবারো হামাসকে হুমকি দিলেন তিনি।
গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে মধ্যপ্রাচ্যে আমাদের অনেক মহান মিত্র স্পষ্টভাবে আমাকে জানিয়েছে, তারা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে শায়েস্তা করতে প্রস্তুত।
মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে, তা খোলাসা করেননি ট্রাম্প। তবে এই অঞ্চলে সহয়তার জন্য ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেছেন।
ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় এবং সাহায্যের আগ্রহ দেখানোয় আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং এর দুর্দান্ত নেতাকে ধন্যবাদ জানাতে চাই।’
জাকার্তা ও অন্যান্য দেশের সরকার গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে হামাসের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর কথা কোনো দেশই বলেনি।
ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতি ভালোবাসা এবং চেতনা হাজার বছরে এতটা দেখা যায়নি! এটা দেখার মতো সুন্দর! আমি এই দেশগুলো এবং ইসরায়েলকে বলেছি, ‘এখনই না!’ এখনও আশা আছে যে হামাস সঠিক পথে থাকবে। যদি তারা তা না করে, তাহলে হামাসের দ্রুত ও নৃশংস পতন হবে!’
সূত্র : আলজাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হামাসের বিরুদ্ধে লড়াই করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাজায় সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে গাজায় ভঙ্গুর হয়ে পড়া যুদ্ধবিরতি নিয়ে আবারো হামাসকে হুমকি দিলেন তিনি।
গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করলে মধ্যপ্রাচ্যে আমাদের অনেক মহান মিত্র স্পষ্টভাবে আমাকে জানিয়েছে, তারা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসকে শায়েস্তা করতে প্রস্তুত।
মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো গাজায় যাওয়ার প্রস্তাব দিয়েছে, তা খোলাসা করেননি ট্রাম্প। তবে এই অঞ্চলে সহয়তার জন্য ইন্দোনেশিয়ার নাম উল্লেখ করেছেন।
ট্রাম্প বলেছেন, ‘মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে সাহায্য করায় এবং সাহায্যের আগ্রহ দেখানোয় আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং এর দুর্দান্ত নেতাকে ধন্যবাদ জানাতে চাই।’
জাকার্তা ও অন্যান্য দেশের সরকার গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে হামাসের সাথে সরাসরি সংঘর্ষে জড়ানোর কথা কোনো দেশই বলেনি।
ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যের প্রতি ভালোবাসা এবং চেতনা হাজার বছরে এতটা দেখা যায়নি! এটা দেখার মতো সুন্দর! আমি এই দেশগুলো এবং ইসরায়েলকে বলেছি, ‘এখনই না!’ এখনও আশা আছে যে হামাস সঠিক পথে থাকবে। যদি তারা তা না করে, তাহলে হামাসের দ্রুত ও নৃশংস পতন হবে!’
সূত্র : আলজাজিরা

চলতি বছর রেকর্ড তৈরি করা গরমের পর আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো মশার উপদ্রব দেখা গেছে। শীতপ্রধান দেশটি বিশ্বের মশামুক্ত দুই অঞ্চলের একটি হিসেবে পরিচিত ছিল। মশামুক্ত অপর অঞ্চল অ্যান্টার্কটিকা।
২ ঘণ্টা আগে
হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাতকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম একথা জানান। সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষ দিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘তাদের গাজা এবং ইরান নিয়ে সমস্যা ছিল। এখন এই দুটি সমস্যা আর নেই।’
৩ ঘণ্টা আগে
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইসরাইলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। এর প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে