আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনে বিদেশি সেনা উপস্থিতি মানবে না রাশিয়া

আমার দেশ অনলাইন

ইউক্রেনে বিদেশি সেনা উপস্থিতি মানবে না রাশিয়া
ছবি: সংগৃহীত

নিরাপত্তা নিশ্চিতে ইউক্রেনে পশ্চিমাদের সেনা মোতায়েনের পরিকল্পনার বিরোধিতা করেছে রাশিয়া। মস্কো জোর দিয়ে বলছে, কোনো বিদেশী বাহিনী ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে না। এরআগে বৃহস্পতিবার ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সেখানে সেনা মোতায়েনে সম্মত হয় ২৬টি পশ্চিমা দেশ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বার্তায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘বিদেশি, বিশেষ করে ইউরোপীয় এবং মার্কিন সামরিক বাহিনীর মাধ্যমে কী ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা যায়? অব্যশই না, তারা তা করতে পারে না।’

বিজ্ঞাপন

তিনি আরো জানান, মস্কো ও কিয়েভের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকের আগে যথেষ্ট প্রস্তুতি প্রয়োজন।

পেসকভ বলেন, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় সকল নিরাপত্তা নিশ্চয়তা ইতোমধ্যেই ২০২২ সালে ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনার কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রস্তাবে ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন এবং ফ্রান্সের নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে ন্যাটো সদস্যপদ পাওয়ার আকাঙ্খা ত্যাগ করতে হবে।

এরআগে প্যারিসে ইউক্রেনকে সমর্থনকারী ৩৫টি দেশের একটি জোটের সম্মেলন শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সেখানে সেনা মোতায়েনে রাজি হয়েছে ২৬টি দেশ। তিনি বলেন, নিরাপত্তা প্রচেষ্টায় অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তুতি সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে কয়েকটি দেশ এখনো সিদ্ধান্ত জানায়নি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন