আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামাস সশস্ত্র না নিরস্ত্র থাকবে, কী বলছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

হামাস সশস্ত্র না নিরস্ত্র থাকবে, কী বলছেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে হামাস নতুন করে অস্ত্রসজ্জিত হচ্ছে। তিনি দাবি করেন, সাময়িক সময়ের জন্য হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেয়া হয়েছে। খবর আল জাজিরার

ইসরাইলে পৌঁছানোর আগে এয়ার ফোর্স ওয়ানে এক সাংবাকিদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কয়েক মাস ধরে চলা যুদ্ধের পর এই হামাস শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হামাস এ ব্যাপারে খোলাখুলি কথা বলেছে এবং আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমোদন দিয়েছি। আপনাদের বুঝতে হবে, তারা সম্ভবত ৬০ হাজার মানুষকে হারিয়েছে। এটা একটা বিশাল ক্ষতি।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলের হামলায় ৬৭ হাজারের বেশি বেশি মানুষ নিহত হয়েছেন।

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় যে ঘরে ফিরে আসা ফিলিস্তিনিরা যেন নিরাপদে পুনর্গঠন করতে পারে। তিনি গাজাকে ‘আক্ষরিক অর্থেই ধ্বংসপ্রাপ্ত’ হিসেবে বর্ণনা করেন। বলেন, ‘মানুষের ফিরে আসার সময় অনেক খারাপ ঘটনা ঘটতে পারে।’

হামাসের অস্ত্র ত্যাগ করার সময়সীমা যুদ্ধবিরতি চুক্তির অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। আলোচকরা কীভাবে এবং কখন নিরস্ত্রীকরণ করা উচিত তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন।

আর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন