আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৬

আমার দেশ অনলাইন

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৬
ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবদম্পতিসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেল সাহেবজাদা ইউসুফ জানান, বিস্ফোরণের পর ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বিস্ফোরণে আশপাশের চারটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জন পরে মারা যান। এ ছাড়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেপুটি কমিশনার ইউসুফ জানান, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে নেই। বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন